বাংলাদেশের হৃদরোগ সার্জারির জগতে অন্যতম আলোচিত ও শ্রদ্ধাভাজন নাম — ডা. জাহাঙ্গীর কবির। রক্ত সঞ্চালন অধ্যায়ে যার নাম মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যবইয়ে স্থান করে নিয়েছে, সেই তিনিই দেশের ইতিহাসে প্রথমবারের মতো “হার্টমেট-৩” নামক মেকানিকাল হার্ট স্থাপন করেছিলেন।
সম্প্রতি তিনি আবারও আলোচনায় এসেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারিতে চারটি বাইপাস সফলভাবে সম্পন্ন করেছেন এই অভিজ্ঞ সার্জন।
মেডিকেল পেশায় চার দশকের বেশি সময় ধরে যুক্ত এই চিকিৎসক ইতোমধ্যে ২৯,০০০-এরও বেশি হার্ট সার্জারি সম্পন্ন করেছেন — যা দেশের চিকিৎসা ইতিহাসে এক অনন্য রেকর্ড। তাঁর চিকিৎসা যাত্রা শুরু হয়েছিল ১৯৮২ সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার মধ্য দিয়ে।
তবে প্রশ্ন থেকেই যায় — দেশের এমন দক্ষ চিকিৎসকেরা কি যথাযথ স্বীকৃতি পাচ্ছেন? প্রযুক্তিগত সীমাবদ্ধতা, দুর্বল ব্যবস্থাপনা ও নীতিনির্ধারকদের গাফিলতির কারণে বহু প্রতিভা আজ নিভে যাচ্ছে বা ‘অপ্রফেশনাল’ হয়ে পড়ছে।
স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা ও সময়োপযোগী রাজনৈতিক সদিচ্ছা। তাহলে হয়তো প্রতিটি বিভাগে একেকজন ‘জাহাঙ্গীর কবির’ জন্ম নেবে—যারা দেশের চিকিৎসাব্যবস্থাকে বিশ্বমানে পৌঁছে দিতে পারবেন।