কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণকাজ চলছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত ৬ এপ্রিল রাত ১২টার দিকে ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানাধীন শালমারা দিগলটারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা এসে নির্মাণকাজে বাধা দেয়। তারা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ডেকে সড়ক নির্মাণ বন্ধ রাখার অনুরোধ জানায়।
স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে সীমান্ত ঘেঁষা একটি অংশে কাজ চলাকালে বিএসএফ আপত্তি তোলে।
এ ঘটনায় ৭ এপ্রিল দুপুরে কাঠগীর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
সড়কটির নির্মাণকাজের ঠিকাদার শাহিন সিকদার বলেন, পুরো সড়কের মধ্যে প্রায় ২৫০ মিটার অংশ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় বিএসএফ আপত্তি জানিয়েছে। তবে বাকি অংশে কাজ স্বাভাবিকভাবে চলছে। দুই বাহিনীর আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, বিজিবির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিএসএফ ১৫০ গজের মধ্যে সড়ক নির্মাণ না করার পরামর্শ দিয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম বিজিবির মিডিয়া সেল জানিয়েছে, এখনো তেমন কোনো গুরুতর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ কিছু হলে পরে জানানো হবে। এদিকে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।