নোটিশ:
শিরোনামঃ
সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য আল-জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস জানালেন, বাংলাদেশে ‘দ্বিতীয় ’স্বাধীনতার পর দেশ গঠনের দায়িত্বে আছেন আল-জাজিরায় ড. ইউনূস: শেখ হাসিনাকে থামাতে পারবেন না মোদি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ফ্রান্সে মসজিদে হামলা, নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা ঢাবি শিক্ষার্থীর লুঙ্গি-গেঞ্জি পরে ক্লাসে যাওয়ার দাবিতে প্রতীকী অনশন

মার্কিনীদের হয়ে কাজ করা আফগানদের দেশত্যাগে বাধ্য করছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে
একজন আফগান শরণার্থী পরিবার নিউ জার্সিতে অস্থায়ী বাসস্থানের পাশ দিয়ে হাঁটছে, ছবি: রয়টার্স
একজন আফগান শরণার্থী পরিবার নিউ জার্সিতে অস্থায়ী বাসস্থানের পাশ দিয়ে হাঁটছে, ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় ১৪,৬০০ আফগান যাদের সাময়িকভাবে আশ্রয়ের অধিকার ছিল, তারা এখন সেই আইনি সুরক্ষা হারাতে যাচ্ছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেন।

এই আফগান নাগরিকরা মূলত “টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস” (টিপিএস) নামক একটি আইনি মর্যাদার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এটি এমন ব্যক্তিদের জন্য প্রযোজ্য, যাদের দেশে ফিরে যাওয়া যুদ্ধ, সহিংসতা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে অনিরাপদ।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোরতা আরোপের অংশ হিসেবে অনেক দেশের টিপিএস বাতিল করার উদ্যোগ নিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আফগানিস্তান।

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, “আফগানিস্তানের বর্তমান অবস্থা টিপিএস-এর মানদণ্ড পূরণ করে না।” তবে সমালোচকরা বলছেন, এই মূল্যায়ন বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

আফগানিস্তানে এখনো তালেবান সরকার ক্ষমতায় রয়েছে। ২০২১ সালে মার্কিন ও পশ্চিমা বাহিনী প্রত্যাহার করার পর থেকে তারা শাসন করছে, এবং তাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—পূর্বতন সরকার-সমর্থকদের গ্রেফতার, নারীদের শিক্ষা ও কর্মজীবন থেকে নিষিদ্ধ করা ইত্যাদি।

গ্লোবাল রিফিউজি সংস্থার প্রেসিডেন্ট ক্রিশ ও’মারা ভিগনারাজাহ এই পদক্ষেপকে “নৈতিকভাবে অগ্রহণযোগ্য ও বিশ্বাসঘাতকতা” বলে অভিহিত করেন। তিনি বলেন, টিপিএস বাতিল হলে আফগান নাগরিকদের দেশে ফেরত পাঠানো হবে এবং সেখানে তাদের নির্যাতনের ঝুঁকি রয়েছে।

তিনি বলেন,

“আফগানিস্তান এখনো তালেবান শাসনের যন্ত্রণা, অর্থনৈতিক বিপর্যয় ও মানবিক সংকটে ভুগছে। এই বাস্তবতা একটুও বদলায়নি।”

যদিও যুক্তরাষ্ট্র ৮২,০০০-এর বেশি আফগানকে সরিয়ে এনেছিল, তাদের অনেককেই স্থায়ী আশ্রয়ের বদলে ‘প্যারোল’ নামে সাময়িক ভিসা দেওয়া হয়। টিপিএস বাতিল হলে এইসব আফগানদের একটি বড় অংশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। তাদের টিপিএস মে মাসে শেষ হবে।

যুদ্ধকালীন সময়ে মার্কিন বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা আফগানদের জন্য আরো স্থায়ী আইনি সুযোগ তৈরি করার আহ্বান জানিয়ে আসছেন মার্কিন সেনা সদস্য ও দুই দলীয় রাজনীতিকরাও।

এই সিদ্ধান্ত মার্কিন অভিবাসন নীতিতে আরও কঠোরতার ইঙ্গিত দেয়, যেখানে ট্রাম্প প্রশাসন ‘আইনের শাসন ফিরিয়ে আনা’ নাম দিয়ে বহু মানবিক আশ্রয় ও বৈধ অভিবাসন প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে।

এটি প্রথম নয়—ট্রাম্প ২০১৭-২০২১ মেয়াদে বহু টিপিএস বাতিলের চেষ্টা করেছিলেন, যা আদালতে আটকে গিয়েছিল। দ্বিতীয় মেয়াদে তিনি আবারও একই পথে হাঁটছেন।

এখন দেখা যাচ্ছে, আফগানদের মতো অতিবিপন্ন জনগোষ্ঠীকেও আর আইনি সুরক্ষা দেওয়া হচ্ছে না, যা অভিবাসন নীতির মানবিক দিক নিয়ে বড় প্রশ্ন তুলছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT