মার্চ ফর গাজা কর্মসূচীতে আরবিতে বক্তৃতা দেওয়া কে এই তরুণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের ইউরোপীয় তিন দেশকে হুমকি-চাপের পুরনো কৌশল ত্যাগের আহ্বান ইরানের এসএসসিতে ১২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নাগেশ্বরীর তুশিন পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে একমত হামাস–ইসরায়েল প্রবল প্রতিবাদের মুখেও শেষপর্যন্ত ঢাকায় চালু হলো জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী’ স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ পিনাকীর আবেগঘন বার্তা – হাটহাজারীর ছাত্ররাই বিপ্লবের রক্ষক

মার্চ ফর গাজা কর্মসূচীতে আরবিতে বক্তৃতা দেওয়া কে এই তরুণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে
তরুণ আলেম রাইয়ান ফাইজ মার্চ ফর গাজা প্রোগ্রামে আরবিতে বক্তৃতা দিয়ে সবার নজর কেড়েছেন
তরুণ আলেম রাইয়ান ফাইজ মার্চ ফর গাজা প্রোগ্রামে আরবিতে বক্তৃতা দিয়ে সবার নজর কেড়েছেন

তর্জনি উঁচিয়ে বাতাস শাসিয়ে তিনি আরবিতে বলছেন, “বিসমিল্লাহির রহমানির রহিম। মিন বাংলাদেশ ইলা হুক্কামুল আরাব…”। তরুণটির দুই পাশে রুমালে মুখ ঢাকা দুইজন ঝান্ডা হাতে দাঁড়িয়ে আছে। একজনের পতাকা ফিলিস্তিনের, আরেকজনেরটায় সাদা কাপড়ে খচিত আছে কালেমা। পুরো দৃশ্যটি দেখে মনে হবে উভয় দিকে প্রহরীবেষ্টিত কোনো মুজাহিদ নেতা। এমন ভঙ্গিতে আরবি ভাষায় বক্তৃতা দিয়ে নেটিজেনদের নজর কাড়া এই তরুণ আলেমের নাম রাইয়ান ফাইজ। তিনি জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা মাদ্রাসায় পড়াশোনা করে বর্তমানে শিক্ষকতা করছেন মারকাজু তালিমিল উম্মাহ, বনশ্রী মাদ্রাসার আরবি ভাষা ও ফিকহ বিভাগে। পাশাপাশি যুক্ত আছেন একটি ইসলামি মিডিয়ার সাথে।

তিনি ফিলিস্তিনের গাজাবাসীদের উপর ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে “মার্চ ফর গাজা” কর্মসূচীতে ছুটে এসেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। অনর্গল আরবি ভাষায় বক্তৃতা করা অবস্থায় ধরা পড়েন দৈনিক সাবাস বাংলাদেশ এর প্রতিনিধি হোসাইন রাজিবের ক্যামেরায়। তার ধারণকৃত বক্তব্যের ভিডিওটি দৈনিক সাবাস বাংলাদেশের ফেসবুক পেজে আপলোড দিতেই মুহুর্তেই ছড়িয়ে যায় হাজারো মানুষের কাছে।

কেন তিনি আরবিতে বক্তৃতা দিলেন, তা জানতে চাইলে এই তরুণ আলেম জানালেন তার আক্ষেপের কথা। অসহায় ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে নির্বিকার ও ঘুমন্ত আরব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই মূলত তিনি এই পন্থা বেছে নিয়েছেন। তিনি আশা করেন, তার কথাগুলো যদি আল্লাহ তায়ালা আরব নেতাদের কানে পৌঁছে দেন, আর এতে যদি কোনোভাবে তাদের ঘুম যদি ভেঙে যায় তাহলে গাজাবাসীদের দুর্দশা ঘুঁচতে বেশি সময় লাগবে না।

আরবি ভাষায় ব্যতিক্রমধর্মী এই প্রতিবাদের মাধ্যমে তিনি দৃষ্টি কেড়েছেন অগণিত নেটিজেনের, প্রশংসায় ভাসাচ্ছেন শুভানুধ্যায়ীরাও।

তার আরবি বক্তৃতাটি শুনতে ক্লিক করুন: এখানে

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT