নোটিশ:
শিরোনামঃ

বাঙালি মুসলিম উদ্যোগে তৈরি টেক প্রকল্প ‘কাহফ’ ছড়িয়ে পড়ছে বিশ্বে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে
কাহফ, মুসলিম প্রযুক্তি, কাহফ গার্ড, হারাম সাইট ব্লক, মাহফিল প্ল্যাটফর্ম, ইউটিউব বিকল্প, কাহফ কিডস, শিশুদের শিক্ষা, হারাম-মুক্ত প্ল্যাটফর্ম, মুসলিম উদ্যোগ, নিরাপদ প্রযুক্তি, প্রটেক্টিভ গুহা, সৌদি আরব, হালাল ফোরাম, মুসলিম বিশ্ব, সুরা আল কাহাফ, টেকনোলজি সলিউশন, মুসলিম প্রযুক্তি উদ্যোক্তা, গ্লোবাল ভিশন, টেক প্রকল্প, আরিফ আজাদ, মুসলিম পরিবার, নিরাপদ ব্রাউজিং, দ্বীন শিক্ষা
মক্কার ‘হালাল ফোরাম’ এর আয়োজনে কাহফের স্টল

মুসলিমদের প্রযুক্তি জগতে এক নতুন দিগন্ত: কাহফ

প্রযুক্তি বিশ্বে মুসলিমদের অনুপ্রবেশ এবং তাদের উদ্যোগের কথা বলতে গেলে ‘কাহফ’ একটি উজ্জ্বল নাম হয়ে উঠেছে। মুসলিম বিশ্বের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টেকনোলোজি নির্ভর এই প্রকল্পটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ‘হালাল ফোরাম’-এ কাহফের অংশগ্রহণ এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কাহফের জন্ম ও উদ্দেশ্য

মুসলিম বিশ্বে প্রযুক্তির অভাবের প্রশ্ন নতুন নয়। মুসলমানদের মেধা ও সম্পদের অভাব না থাকলেও প্রযুক্তি নির্মাণে যথাযথ উদ্যোগ ও বিনিয়োগের অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। কাহফের লক্ষ্য হলো মুসলিম বিশ্বের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের বিশ্বাস, মূল্যবোধ এবং নিরাপত্তা বজায় রেখে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।

কাহফ নামটি এসেছে কুরআনের সুরা আল কাহাফ থেকে। সুরা আল কাহাফে যুবকদের জন্য গুহার যে নিরাপত্তার ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখান থেকেই এই প্রোজেক্টের ধারণা। এটি একটি ‘প্রটেক্টিভ গুহা’-র মতো, যা মুসলমানদের, তাদের সন্তানদের এবং পরিবারের জন্য নিরাপদ প্রযুক্তি সলিউশন প্রদান করবে।

কাহফের প্রকল্পসমূহ

১. কাহফ গার্ড (Kahf Guard)

কাহফ গার্ড একটি ব্রাউজার বেইজড সলিউশন। এটি ব্রাউজিংয়ের সময় যে সকল হারাম সাইট, ছবি বা ভিডিও সামনে আসে, সেগুলো ব্লক করে। এটি ব্যবহারকারীদের এবং তাদের পরিবারকে হারাম কন্টেন্ট থেকে রক্ষা করে।
বর্তমানে কাহফ গার্ড এক মিলিয়নের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে এবং প্রতিদিন প্রায় ৬০ লাখ হারাম সাইট ব্লক করছে।

২. মাহফিল (Mahfil)

মাহফিল হলো ইউটিউবের একটি হালাল বিকল্প। ইউটিউবের মতো প্ল্যাটফর্মে হারাম কন্টেন্ট এবং অপ্রীতিকর সাজেশান এড়ানোর জন্য মাহফিল একটি বিশুদ্ধ, নিরাপদ এবং শিক্ষণীয় প্ল্যাটফর্ম। মাহফিলে প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট যুক্ত হচ্ছে, যা রমাদানসহ বিশেষ সময়ে মুসলিমদের জন্য দীন-শিক্ষণীয় এবং উপকারী।

৩. কাহফ কিডস (Kahf Kids)

কাহফ কিডস শিশুদের জন্য একটি হারাম-মুক্ত প্ল্যাটফর্ম। এটি ইউটিউব কিডসের একটি বিকল্প, যেখানে শিশুদের দ্বীন-শিক্ষণীয় এবং শিক্ষামূলক কন্টেন্ট সরবরাহ করা হয়। শিশুদের মানসিক বিকাশে সহায়ক এই প্ল্যাটফর্মে কোনো ধরনের অশ্লীল বা ক্ষতিকর কন্টেন্ট নেই।

গ্লোবাল ভিশন

কাহফ শুধু একটি আঞ্চলিক উদ্যোগ নয়, বরং এটি গ্লোবাল অডিয়েন্সকে লক্ষ্য করে কাজ করছে। দেশ-বিদেশের স্কলার, প্রমুখ মুসলিম ব্যক্তিত্ব এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শে কাহফের কার্যক্রমকে আরো সমৃদ্ধ করা হচ্ছে।

কাহফের ভবিষ্যৎ পরিকল্পনা

কাহফ তার সীমাবদ্ধতাকে পেরিয়ে আরও বৃহৎ এবং বৈচিত্র্যময় প্রকল্প নিয়ে কাজ করছে। বর্তমান তিনটি অ্যাপ ছাড়াও একাধিক নতুন টেকনোলজি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। কাহফ চায়, গোটা মুসলিম উম্মাহ একত্রিত হয়ে নিরাপদ, সুরক্ষিত এবং হালাল প্রযুক্তির মাধ্যমে নিজেদের এগিয়ে নিয়ে যাক।

কাহফ টিমের সদস্য লেখক আরিফ আজাদ বলেন, “ভাবেন তো, আপনি কাউকে Kahf Guard এর কথা বললেন এবং সে যদি সেটা ব্যবহার করে, ব্রাউজ করতে গিয়ে আগে যেসকল হারাম সাইট বা ছবি বা ভিডিও তার সামনে চলে আসতো, সেসব যখন তার সামনে আসবে না, সে তো হারাম থেকে বেঁচে থাকার সওয়াব পাবেই৷ আপনার আমলনামাতেও সমপরিমাণ সওয়াব যুক্ত হয়ে যাবে। কী সুন্দর, তাই না?”

আরও পরুন: আরিফ আজাদের কলাম ‘ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলাল্লাহ’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT