ফিলিস্তিনের পক্ষে সরব হওয়াতে পিয়ের্স মরগ্যানকে হুমকি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
২০ জুলাই বিইউপিতে শহীদ স্মরণ অনুষ্ঠান মসজিদ উদ্বোধনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খতিবের মর্মান্তিক মৃত্যু দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে মৃত ৪, নিখোঁজ ২, হাজারো মানুষ গৃহহীন ইসরায়েল ‘সমস্ত বন্দিমুক্তির প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছে, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির ঘোষণা হামাসের মিঠুনের পা ছোঁয়া, মোদির জড়ানো—দুর্গাপুরে এক অভিনব নাট্যচিত্র ঢাকা শহরের বুকে ‘চাপাতি হাতে ছিনতাই’, নীরব ছিল জনতা ও পুলিশ সোহরাওয়ার্দীতে জামায়াতের মহাসমাবেশে লাখো জনতার ঢল, শৃঙ্খলা-পরিকল্পনায় নজিরবিহীন উদাহরণ ইবি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ‘টর্চ লাইট’ মিছিল, তদন্তের দাবিতে স্লোগানে মুখর ক্যাম্পাস শেকৃবিতে ‘জুলাই ছাত্র-জনতার আন্দোলন’ শহীদদের স্মরণে দোয়া মাহফিল জাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তুর্য, সম্পাদক নোমান

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়াতে পিয়ের্স মরগ্যানকে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে
গাযায় হত্যাযজ্ঞ চালানো দখলদার ইসরায়েলের চক্ষুশূল ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যান, ছবি: ফিন্যানসিয়াল টাইমস
গাযায় হত্যাযজ্ঞ চালানো দখলদার ইসরায়েলের চক্ষুশূল ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যান, ছবি: ফিন্যানসিয়াল টাইমস

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গত ২০২৩ সালের ৭ই অক্টোবর যখন আক্রমণ করে, তখন পশ্চিমা বিশ্বে ব্যাপক নিন্দার ঝড় উঠে। হামাস হয়ে ওঠে সমালোচনার কেন্দ্রবিন্দু। সমালোচকদের মধ্যে সক্রিয়ভাবে যারা অংশ নেন, তাদের মধ্যে প্রখ্যাত ব্রিটিশ গণমাধ্যমকর্মী পিয়ের্স মরগান অন্যতম। তার প্রায় প্রতিটি টকশো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বললে “ডু ইউ কন্ডেম হামাস (তুমি কি হামাসকে নিন্দা জানাও?)” বলতে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় পিয়ের্সের ওপর অসন্তোষ সৃষ্টি হতে থাকে। কেউ কেউ মিম বানানো শুরু করে পিয়ের্সকে তুলোধুনো করতে থাকে।

সময়ের সাথে প্রেক্ষাপট বদলাতে থাকে। গাযায় অবস্থানরত অনেক বিদেশিরা প্রাণ নিয়ে নিজ দেশে ফেরার পর গণমাধ্যমগুলোতে বিগত ১.৫ বছরের অধিক সময় ধরে চলা গাযার নিরপরাধ মানুষের ওপর ক্রমাগত আক্রমণ, অবরোধ ও হত্যাযজ্ঞ নিয়ে ইসরায়েলের বর্বরতা তুলে ধরেন। পিয়ের্স মরগ্যানও ধীরে ধীরে সুর বদলাতে থাকেন। ইসরায়েলের পক্ষে তার গড়ে তোলা বয়ান থেকে তিনি সরে আসেন। ক্রমেই হয়ে ওঠেন ফিলিস্তিনের পক্ষে এক সোচ্চার কন্ঠ। সাথে সাথে ইসরায়েলপন্থীদের টার্গেটে পড়ে যান। গত ৪ জুন নিজের এক্স প্রোফাইলে এক ইসরায়েলপন্থীর টুইট শেয়ার দিয়ে বলেন,”এটা আমার কাছে হুমকি মনে হচ্ছে।”, ওই ইসরায়েলপন্থী পিয়ের্স মরগ্যানকে ইহুদীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেন। ওই ব্যক্তির টুইটে বেশিরভাগ এক্স ব্যবহারকারী ইসরায়েলের ক্রমাগত মিথ্যাচারের বিরুদ্ধে কমেন্ট করেন।

প্রযুক্তির কল্যাণে গাযায় চলমান হত্যাযজ্ঞকে এখন অস্বীকারের সুযোগ নেই। বিশ্বের অধিকাংশ মানুষ এখন নির্যাতিত গাযাবাসীর পক্ষে। পিয়ের্স মরগ্যানের মতো ফিলিস্তিনিদের কট্টর সমালোচকের প্রত্যাবর্তন থেকে হয়ত একদিন ফিলিস্তিনের ওপর নির্যাতনের অবসান ঘটবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT