ফিলিস্তিনের পক্ষে সরব হওয়াতে পিয়ের্স মরগ্যানকে হুমকি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ফিলিস্তিনের পক্ষে সরব হওয়াতে পিয়ের্স মরগ্যানকে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে
গাযায় হত্যাযজ্ঞ চালানো দখলদার ইসরায়েলের চক্ষুশূল ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যান, ছবি: ফিন্যানসিয়াল টাইমস
গাযায় হত্যাযজ্ঞ চালানো দখলদার ইসরায়েলের চক্ষুশূল ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যান, ছবি: ফিন্যানসিয়াল টাইমস

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস গত ২০২৩ সালের ৭ই অক্টোবর যখন আক্রমণ করে, তখন পশ্চিমা বিশ্বে ব্যাপক নিন্দার ঝড় উঠে। হামাস হয়ে ওঠে সমালোচনার কেন্দ্রবিন্দু। সমালোচকদের মধ্যে সক্রিয়ভাবে যারা অংশ নেন, তাদের মধ্যে প্রখ্যাত ব্রিটিশ গণমাধ্যমকর্মী পিয়ের্স মরগান অন্যতম। তার প্রায় প্রতিটি টকশো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বললে “ডু ইউ কন্ডেম হামাস (তুমি কি হামাসকে নিন্দা জানাও?)” বলতে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় পিয়ের্সের ওপর অসন্তোষ সৃষ্টি হতে থাকে। কেউ কেউ মিম বানানো শুরু করে পিয়ের্সকে তুলোধুনো করতে থাকে।

সময়ের সাথে প্রেক্ষাপট বদলাতে থাকে। গাযায় অবস্থানরত অনেক বিদেশিরা প্রাণ নিয়ে নিজ দেশে ফেরার পর গণমাধ্যমগুলোতে বিগত ১.৫ বছরের অধিক সময় ধরে চলা গাযার নিরপরাধ মানুষের ওপর ক্রমাগত আক্রমণ, অবরোধ ও হত্যাযজ্ঞ নিয়ে ইসরায়েলের বর্বরতা তুলে ধরেন। পিয়ের্স মরগ্যানও ধীরে ধীরে সুর বদলাতে থাকেন। ইসরায়েলের পক্ষে তার গড়ে তোলা বয়ান থেকে তিনি সরে আসেন। ক্রমেই হয়ে ওঠেন ফিলিস্তিনের পক্ষে এক সোচ্চার কন্ঠ। সাথে সাথে ইসরায়েলপন্থীদের টার্গেটে পড়ে যান। গত ৪ জুন নিজের এক্স প্রোফাইলে এক ইসরায়েলপন্থীর টুইট শেয়ার দিয়ে বলেন,”এটা আমার কাছে হুমকি মনে হচ্ছে।”, ওই ইসরায়েলপন্থী পিয়ের্স মরগ্যানকে ইহুদীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেন। ওই ব্যক্তির টুইটে বেশিরভাগ এক্স ব্যবহারকারী ইসরায়েলের ক্রমাগত মিথ্যাচারের বিরুদ্ধে কমেন্ট করেন।

প্রযুক্তির কল্যাণে গাযায় চলমান হত্যাযজ্ঞকে এখন অস্বীকারের সুযোগ নেই। বিশ্বের অধিকাংশ মানুষ এখন নির্যাতিত গাযাবাসীর পক্ষে। পিয়ের্স মরগ্যানের মতো ফিলিস্তিনিদের কট্টর সমালোচকের প্রত্যাবর্তন থেকে হয়ত একদিন ফিলিস্তিনের ওপর নির্যাতনের অবসান ঘটবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT