বাংলা একাডেমির বইমেলা বর্জনের ডাক দিয়েছেন কবি পলিয়ার ওয়াহিদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত কিউএস র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেল শেকৃবি

বাংলা একাডেমির বইমেলা বর্জনের ডাক দিয়েছেন কবি পলিয়ার ওয়াহিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে
বাংলা একাডেমি বইমেলা বর্জন
অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ (ছবি: বিপ্লব মল্লিক)

“বাংলা একাডেমি সংস্কার” তথা ফ্যাসিস্ট খুনি হাসিনার সহযোগীদের অপসারণ, পুরনো ফেলো ও সদস্য বাতিল, নতুন নির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত একাডেমির সমস্ত আয়োজন থেকে নিজেকে প্রত্যাহার করেছেন সময়ের আলোচিত তরুণ কবি পলিয়ার ওয়াহিদ। উল্লেখ্য, জুলাই বিপ্লবের শুরু থেকেই এই কবি স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে উচ্চকিত ছিলেন এবং এমনকি হাসিনা সরকার তৎকালীন যে সরকার বিরোধী কবি-সাহিত্যিকদের নামের তালিকা করেছিলেন তাতেও তার নাম ছিল। অর্থাৎ, জুলাই আন্দোলন ব্যর্থ হলে দুঃসহ পরিণাম ভোগ করতে হতে পারত এই কবিকে। কবির বইমেলা বয়কটের ডাক দেওয়ার পেছনে কারণ হিসেবে তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, “বাংলা একাডেমির মহাপরিচালক ও উপ-পরিচালক আজম-সরকার বার বার দাবি মেনে ফের রাতের ভোটের মতো প্রতারণা করেছেন।”

তিনি আরও বলেন, “উল্লেখ্য, অভ্যুত্থানের পর পরই বাংলা একাডেমির দালাল চাটুকার কর্মকর্তারা তাদের পুরনো বন্ধুদোস্তদের নাম বাদ দিয়ে লেখকদের নতুন তালিকা করেছিল। একাডেমি থেকে ফোন দিয়ে আমাদের কবিতা চেয়েছিল। বার বার চাওয়ার পরও না পাঠানোই বাংলা একাডেমির ডিজির কথা বলে অনুরোধ করাই আমি কবিতা দিয়েছিলাম। আজ বাংলা একাডেমি থেকে (আসাদ আহমেদ) ফোন দিয়ে ২ ফেব্রুয়ারি ‘লেখক বলছি’ মঞ্চের অতিথি হওয়ার দাওয়াত দেন। সেই দাওয়াত আমি সবিনয়ে ফিরিয়ে দিয়েছি। এবং একইসঙ্গে আগে পাঠানো কবিতা প্রত্যাহারের কথা জানিয়েছি। হাসান রোবায়েতের সম্পাদনায় গণঅভ্যুত্থানের সংখ্যা’য় লেখা পাঠালেও সেখান থেকে প্রত্যাহার করেছি।

এর আগে বাংলা একাডেমি (মাহবুবা রহমান) ফোন করে ৪ ফেব্রুয়ারি ‘ ’বইমেলার মঞ্চ’-এ আবদুল হাই শিকদারের সঙ্গে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই দাওয়াতও আমি সবিনয়ে ফিরিয়ে দিয়েছি। এবং আমি সাফ জানিয়ে দিয়েছি বাংলা একাডেমির সংস্কারে ‘যে প্রতিবাদ জারি রেখেছি’.. সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমির কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা দ্বিচারিতা। ফলে আমার নৈতিক অবস্থান পরিস্কার করতেই একাডেমির সমস্ত বিষয় থেকে প্রত্যাহার করে নিচ্ছি।
বিঃ দ্রঃ যারা মেলায় যাবেন তারা খু নি হাসিনার প্রেতাত্মা প্রকাশনি ও লেখকদের বই বয়কট করুন।
যেমন-
লেখক:
আনিসুল হক
জাফর ইকবাল…
প্রকাশনি :
অন্বয় – হুমায়ূন কবির ঢালি
আরও নাম যুক্ত করুন”
কমেন্টে তার দাবির সাথে একাত্মতা জানিয়েছেন অনেক লেখক-সাহিত্যিক। কবি ও কথাসাহিত্যিক আশরাফ চঞ্চল লিখেছেন, “সত্যর পথে, ন্যায়ের পথে থাকাকে যারা অন্যায় ভাবে প্রকৃত তারাই দালাল ও ফ্যাসিস্ট। আপনি এগিয়ে যান।আমরা পাশে আছি।”
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT