সিডনিতে একুশে বইমেলা ২৩ ফেব্রুয়ারি
অস্ট্রেলিয়ার সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ও অমর একুশে বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারও ২৩ ফেব্রুয়ারি সিডনির অ্যাশফিল্ড পার্কে দিনব্যাপী এই বইমেলা আয়োজন করা হবে। বাংলাদেশের ফেব্রুয়ারির বইমেলার আদলে এখানে প্রতি বছরই দিনব্যাপী একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। একই দিনে সকাল ৯টা ২১ মিনিটে প্রভাতফেরির আয়োজন থাকবে।
বইমেলায় ভাষা আন্দোলনের স্মরণে নানা আয়োজন থাকবে। দেশি ও প্রবাসী লেখকদের বই নিয়ে বিভিন্ন স্টল বসবে, যেখানে পাঠকরা নতুন বইয়ের সঙ্গে পরিচিত হতে পারবেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অংশ হিসেবে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি, আগের মতো এবারও রক্তদান কর্মসূচি আয়োজন করা হবে। একুশে একাডেমি অস্ট্রেলিয়া সকলকে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।
আরও পড়ুনঃ স্পেনে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনে -এর উদ্যোগে ইফতার প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত