নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন সিলেটের মারুফ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন সিলেটের মারুফ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের সন্তান মারুফ উদ্দিন। গত ২৭ জুন নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ তাঁর হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন। পদোন্নতিপ্রাপ্ত পাঁচ বাংলাদেশির মধ্যে সার্জেন্ট পদে মারুফ উদ্দিন ও মোশারফ ভূঁইয়া এবং বিভিন্ন ট্রাফিক ইউনিটে এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম ও মোহাম্মদ ইসলাম পদোন্নতি লাভ করেন।

নিউইয়র্কের এই বাংলাদেশি মারুফ উদ্দিনের মূল বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম পূর্ব মহল্লায়। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছমির উদ্দিন ও ছয়দুন নেহার দম্পতির ছেলে। চার ভাই-বোনের মধ্যে মারুফ দ্বিতীয়। নিউইয়র্কেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই পুলিশ পেশার প্রতি আকৃষ্ট মারুফ পড়াশোনা শেষে যোগ দেন এনওয়াইপিডিতে। কর্মদক্ষতা ও নিষ্ঠার ফলেই আজ তিনি এই সম্মানজনক পদে পদোন্নতি পেলেন।

এ খবরে নিউইয়র্ক প্রবাসী বাঙালি কমিউনিটিতে বইছে আনন্দ। মারুফের চাচা, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক শামীম আহমদ বলেন, ‘মারুফ শুধু আমাদের পরিবারের নয়, পুরো সিলেটবাসীর গর্ব। ওর এই অর্জনে আমরা দারুণ খুশি। পেশাগতভাবে সে আরও এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’ মারুফও তাঁর এই সাফল্যের জন্য মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোনসহ পরিবারের সদস্য, বন্ধু এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনও এক অভিনন্দন বার্তায় জানিয়েছে, মারুফ উদ্দিনের এই অর্জন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের জন্য এ এক বড় অর্জন। মারুফ উদ্দিন দেখিয়ে দিলেন, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ বড় কিছু করতে পারে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT