রিলের ফাঁদে হারানো প্রজন্ম: স্কিল ডেভেলপমেন্ট এর সময় কোথায়? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী ভারত ছাড়তে তড়িঘড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পশ্চিমবঙ্গে বেওয়ারিশ কুকুরের প্রহরায় বেঁচে গেল পরিত্যক্ত নবজাতক

রিলের ফাঁদে হারানো প্রজন্ম: স্কিল ডেভেলপমেন্ট এর সময় কোথায়?

এনায়েত চৌধুরী
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে
Scrolling reels without skill development
ছবি: ইন্টারনেট

রিলের ফাঁদে হারানো প্রজন্ম স্কিল ডেভেলপমেন্ট এর সময় পায় না! কোভিডের লকডাউনে ১ ঘন্টা ভিডিও দেখলে তেমন কিছু আসতো যেত না আপনার, কারণ বাসার বাইরে তো আর সময় নষ্ট হচ্ছে না। কিন্তু এখন অফিসে বা পড়ালেখা করতে বের হলে ট্রাফিক জ্যামে বসে আপনার ২ ঘন্টা সময় যায় প্লাস বাসায় বসে আরো ২ ঘন্টা রিল দেখেন। নিজের উপরে টাইমটা কখন দিবেন আমাকে বলেন তো?

বুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির নাম : শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি

আমি ২০২০ এ যে জেনারেশানটাকে ইউটিউব/ফেইসবুকে দেখেছি, তারা এখন আর সোশাল মিডিয়াতে নাই। চাকরি বাকরি, ঘর সংসার শুরু করেছেন অনেকে। সেদিনও একজন জানালেন, তিন বছর টানা আমার ভিডিও দেখেছেন, এখন ইতালিতে চাকরি করেন, গত দুই বছরে একটা ভিডিও দেখারও সময় হয় নাই। আমি খুবই খুশি যে উনি এখন নিজের কাজ করতে যেয়ে আমার ভিডিও দেখার সময় পান না।

আমি এখন রিল জমানার এই জেনারেশানকে নিয়ে খুবই চিন্তিত। এই জেনারেশান তাদের ভবিষ্যত নিয়ে অনিশ্চিত। বাংলাদেশে কালকে কী হবে কেউ জানে না। চাকরির বাজার কোন দিকে যাচ্ছে, কোন স্কিল ডেভেলপ করা লাগবে এই নিয়ে আলাপ খুবই কম হচ্ছে, কেউ মনোযোগ দিচ্ছে না। ঘটনা এমন, যেহেতু আমি জানি না আমার কী করা লাগবে, তাই হাতে যত সময় আছে সব নষ্ট করি। আর এই সময়গুলাই তারা নষ্ট করছে মোবাইলে রিল দেখে, কিংবা আলতু ফালতু ভিডিও দেখে, ফেসবুকে সময় দিয়ে। আর এখন তো লকডাউনও নাই, তাই অনলাইনের পাশাপাশি অফলাইনেও সময় নষ্ট করার সময়ের অভাব নাই। ঘন্টার পর ঘন্টা আপনার ট্রাফিক জ্যামেই নষ্ট হয়, দিনে হয়তো গড়ে একটা আজাইরা মিটিং করতে নষ্ট হয়। এত সময় নষ্টের পরে নিজের উপরে যে সময় দিবেন সেটা সম্ভব হয় না।

এমন চললে হঠাত একদিন দেখা যাবে, কাজের জন্য স্কিলওয়ালা লোক দেশে নাই। আর যেসব শিক্ষিত বেকার বের হবে এদের দিয়ে দেশের কোনো লাভ হবে না।

এনায়েত চৌধুরী

কন্টেন্ট ক্রিয়েটর ও বুয়েট শিক্ষক

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT