হিযবুত তাহরীর নিষিদ্ধ হয়েছিল কেন? - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
স্পেনের প্রধানমন্ত্রীর দাবি – গাজা গণহত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করা হোক গ্রিসে শ্রমিক সংকটে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস খাতও বিপর্যস্ত নিখোঁজের দুই দিন পর নদী থেকে উদ্ধার মসজিদের ইমামের মরদেহ জাতিসংঘের কমিশন গাজার ওপর ইসরাইলের যুদ্ধকে গণহত্যা ঘোষণা করেছে পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ছয় বগি লাইনচ্যুত, রংপুর-লালমনিরহাট ট্রেন যোগাযোগ বন্ধ আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট, জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার ফন্দি ইসরায়েল-ভারতের! নবীনদের পদচারণায় মুখরিত শেকৃবি কুবি শিক্ষার্থী ও মা হত্যা: সুষ্ঠু তদন্তে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হিযবুত তাহরীর নিষিদ্ধ হয়েছিল কেন?

জিম তানভীর
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে
ছবি: হিযবুত তাহরীরের ওয়েবসাইট থেকে সংগৃহীত
হিযবুত তাহরীর প্রসঙ্গে।
১। ইসলামের দীর্ঘ ইতিহাসজুড়ে মুসলিমরা খিলাফতের অধীনে ছিল এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিটি মুসলিমের আকাঙ্ক্ষা। শরীয়াহ ও খিলাফতের আকাঙ্ক্ষা কখনোই অপরাধ হতে পারে না। বরং এটিকে ক্রিমিনালাইয করার অর্থ ইসলামের মৌলিক বিশ্বাসকেই অপরাধ হিসেবে চিহ্নিত করা।
২। সেক্যুলার রাষ্ট্রের আর্মিকে দিয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠার কৌশলগতভাবে বাস্তবসম্মত না। মানহাজ (কর্মপদ্ধতি) হিসেবে সঠিক না। সমাজে ইসলামী শাসনের বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী ও কম্প্রিহেনসিভ প্রক্রিয়া, যা স্রেফ সামরিক ক্যু দ্বারা অর্জন করা সম্ভব না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের আলাপ বোধগম্যভাবেই জনমনে অনর্থক ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে, যা ইসলামী কার্যক্রমের জন্যও ক্ষতিকর হতে পারে।
৩। বর্তমান পরিস্থিতিতে এই ভূখণ্ডের মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সামাজিক শক্তি অর্জন এবং কাঠামোগত ইসলামবিদ্বেষের মোকাবিলা করা। জনপরিসরে ইসলাম ও মুসলিম পরিচয়ের অবস্থান দৃঢ় ও টেকসই করতে এর ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।
৪। হিযবুত তাহরীরের ইতিহাসে সশস্ত্র কর্মকাণ্ডের নজির নেই। ফলে তাদের মিলিট্যান্ট সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার কোনো গ্রাউন্ড নেই। দলটিকে নিষিদ্ধ করার মূল কারণ ছিল পিলখানা গণহত্যার জন্য হাসিনা সরকার ও ভারতকে দায়ী করে লিফলেট বিতরণ ও রাজনৈতিক প্রচারণা। আজ পিলখানার ঘটনার সাথে হাসিনা এবং ভারতের সম্পৃক্ততার বিষয়টি অধিকাংশ মানুষই বলছে। বর্তমানে যদি তারা প্রচলিত আইনের আওতায় থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চায়, তাহলে তাদের সে অধিকার অস্বীকার করার পক্ষে গ্রহণযোগ্য আইনি বা নৈতিক ভিত্তি কী, তা স্পষ্ট না।
৫। ইসলামী শাসন চাওয়ার কারনে কোনো সংগঠনকে ‘সন্ত্রাসী’ বা ‘জঙ্গি’ আখ্যা দিয়ে ডিহিউম্যানাইয করা গ্রহণযোগ্য না। এই প্রচেষ্টার নিন্দা জানাই।
৬। সামগ্রিকভাবে বিবেচনা করলে বর্তমান প্রেক্ষাপটে সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে কোনো কর্মসূচির বিন্দুমাত্র যৌক্তিকতা নেই। এই ধরনের কার্যক্রম জনপরিসরে শংকা, অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। ইসলাম ও মুসলমানদের স্বার্থ, নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় কার্যক্রমের পরিকল্পনা করা উচিত।
জিম তানভীরের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT