
আমরা তাগুতি সরকারের কাছে কিছু আশা করি না। আমরা কখনোই মনে করি না এ সরকার শাতিমদের বিরুদ্ধে কিছু করবে। পূর্ণাঙ্গ ইসলামী শাসন ছাড়া আর কোনো শাসনই কোনো প্রকার শাস্তি নিশ্চিত করবে না।
তাহলে কেন এতো মিছিল মিটিং?
আমি বলবো, মূলত ৪ কারণে।
১. আল্লাহ ও রাসূলুল্লাহ ﷺ কে অসম্মান করা এমন একটা ইস্যু যেটাটা ছেড়ে দেওয়া যায় না। আমরা মুসলিমদের ব্যাপক গণজাগরণ হোক, সরকারকে ব্যাপক চাপ দেওয়া হোক, যেভাবে হোক এমন এক পর্যায়ে পরিস্থিতি নিতে চাই, যাতে করে রাখাল রাহার মত শাতিম ও ভবিষ্যত শাতিমদের কাছে এটা একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স হয়ে থাকে।
২. জনমানুষের কাছে ব্যাপকভাবে ব্যাপারটাকে নিয়ে যাওয়া। ১৩ তে আমরা দেখেছি, শাতিমের প্রশ্নে মানুষের কাছে সব সমীকরণের চেয়ে আল্লাহ ও তাঁর রাসূলের সম্মানের প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিলো। একটা মেরুকরণ হয়। সাথে সাথে এ সিস্টেম যে আসলে আল্লাহ ও তাঁর রাসূলের সম্মানের জন্য কিছুই করবে না, উলটো শাতিমদের নিরাপত্তা দেবে এটা জনগণের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া জরুরি।
৩. মেরুকরণ। ইসলাম বনাম সেক্যুলারিজমকে সমাজের প্রধান প্রশ্নে পরিণত করা। এর ভিত্তিতে সমাজকে দুইভাগে ভাগ করে ফেলা। এ এটার মাধ্যমে মানুষের সামনে নানা দল প্রতিষ্ঠা, নানা জাতীয় ইস্যু, কোনো কনসিকুয়েন্সের চেয়ে বড় কিছু হয়ে উঠবে আল্লাহ ও তাঁর রাসূলের সম্মানের প্রশ্ন। এটাতেই মেরুকরণ হয়ে যাবে না। কিন্তু সে পথে বড় রাস্তা এগোনো যাবে।
৪. ইসলামপন্থীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি ও শক্তির প্রকাশ। জনমানুষের সাথে ইসলামিস্টদের একটা দূরত্ব আছে। সেটার জন্য দায়ী কালচারাল হেজেমনি ও আমাদের জড়তা। এভাবে সেটা কাটিয়ে ওঠা জরুরি। নিজেদের শক্তি বৃদ্ধি, কর্মী বৃদ্ধি ও রাজনৈতিক নানা স্কিল তৈরি হবে এর মাধ্যমে। এটাতে একইসাথে দাওয়াহ হবে সাধারণ মানুষের কাছে, আবার সাধারণ মানুষও ইসলামের প্রশ্নে রাজনৈতিক অবস্থান নিতে উৎসাহিত হবে।
আমি এ কারণেই যাই। যেতে বলি। আপনিও আসুন।
- দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
- দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd