আত্রাইয়ে জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

আত্রাইয়ে জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আহসান হাবিব, জেলা প্রতিনিধি, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার দেখা হয়েছে

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখার আয়োজনে গণসংযোগ ও লিফলেট  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর  জাতীয় মহাসমাবেশকে সফল করতে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টায় উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, জাতীয় মহাসমাবেশে আমরা শান্তিপূর্ণভাবে জনগণের অধিকার ও দেশের উন্নয়নের দাবি তুলে ধরব। আমাদের লক্ষ্য সুস্থ গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি সাত দফা দাবি বাস্তবায়ন ও সরকারের সঙ্গে গঠনমূলক ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও যোগ করে বলেন, সাত দফা দাবি বাস্তবায়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই, যাতে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হয়।

অনুষ্ঠানে উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি মো. তোজাম্মেল হক পাঁচুপুর ইউনিয়ন আমীর আবু শাহীন, সেক্রেটারী আব্দুর রশিদ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় সমাবেশে ব্যাপক অংশগ্রহণের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT