রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দায়িত্বকাল ১০ বছর নির্ধারণ এবং একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ জানান, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণের বিষয়ে পূর্বে একমত হওয়া হলেও তা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা আগেই জানিয়ে দিয়েছেন, কেউ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকবেন না। তবে তিনি শর্ত জুড়ে দিয়ে বলেন, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে একটি নিরপেক্ষ কমিটি ছাড়া তারা বিষয়টি মেনে নেবেন না।
অন্যদিকে, আলোচনায় বাংলাদেশ পুলিশের জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন, যা রাজনৈতিক দলগুলো গ্রহণ করে। তবে কমিশনের গঠন ও আইনি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা চলবে।
কমিশনের প্রস্তাব অনুযায়ী, পুলিশ বাহিনী যেন শৃঙ্খলিত, দক্ষ ও আইনসম্মতভাবে কাজ করে তা নিশ্চিত করা হবে। সেইসঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের অভিযোগ নিষ্পত্তির দায়িত্বও এই কমিশনের ওপর থাকবে।