শৈশবের হারানো ডিসেম্বর: নব্বইয়ের দশকের নস্টালজিয়া - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ দুপুর থেকে বন্ধ ঘোষণা কুবিতে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে দুই দফায় বাকবিতণ্ডা আনন্দবাজারের দাবি: ঢাকায় আলফা (স্বাধীন) প্রধান পরেশ বরুয়া বিজয়ের রঙে সেজেছে শেকৃবি শেকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত শিক্ষার্থী থেকে শিক্ষক হওয়া, বুটেক্স শিক্ষকদের সাফল্যের গল্প কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল সুবিধা, কমবে স্বজনদের ভোগান্তি নারী চিকিৎসকের হিজাব টেনে নামানো নিয়ে তীব্র বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজয় দিবসে বীর শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

শৈশবের হারানো ডিসেম্বর: নব্বইয়ের দশকের নস্টালজিয়া

সাবাস বাংলাদেশ ডেক্স।
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

নব্বইয়ের দশক ছিল তথ্যপ্রযুক্তির বিস্ফোরণের ঠিক আগের সময়। সেই যুগের শিশুরাই যেন প্রযুক্তিমুক্ত শৈশবের শেষ প্রজন্ম। বাইরে খেলাধুলা, মৌসুম আর উৎসবের রঙ, আর পরিবারের উষ্ণতায় ভরা দিনের স্মৃতিগুলো এখন অনেকের মনে গভীর নস্টালজিয়া জাগায়।

শৈশবের দিনগুলো ছিল চিন্তাহীন ও স্বতঃস্ফূর্ত। কখন যে খেলা আর হুল্লোড়ে দিন কেটে কৈশোরে পৌঁছে গিয়েছিল, তা কেউ টেরই পায়নি। বড় হতে হতে বোঝা যায়—সেই সরলতায় ভরা দিনগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়; তারা সময়ের স্রোতে হারিয়ে গেছে।

নব্বইয়ের প্রজন্মের অনেকেই মনে করেন, শৈশবের প্রতিটি দিন যেন একটি ছোট জাদুঘর—যেখানে জমা থাকে অগণিত স্মৃতি। সন্ধ্যায় পড়তে বসা, হারিকেন বা কুপির আলোয় রাতের খাবার খাওয়া, নানুবাড়ির গল্পমাখা সময়, ২৫–৫০ পয়সার আনন্দ—সবই এখন এক বিশেষ আবেগের জায়গা দখল করে আছে।

শীতের কুয়াশাচ্ছন্ন সকালে খেজুরের রস, বিকেলে লুকোচুরি বা দড়িলাফ, শীতের পোশাক পরে বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়—এসব দৃশ্য এখন শুধু স্মৃতিতে জীবন্ত। নগরায়ণ ও প্রযুক্তির আধিপত্যে ক্রমেই সরে গেছে সেই অতীতের সরল আনন্দগুলো।

আজকের শিশুরা যেখানে মোবাইল ও ইন্টারনেটনির্ভর জগতে বড় হচ্ছে, সেখানে নব্বইয়ের প্রজন্ম ফিরে তাকায় এক ভিন্ন বাস্তবতার দিকে—যেখানে আনন্দ ছিল সহজ, দিনগুলো ছিল ধীর, শান্ত ও পরিবারকেন্দ্রিক। শৈশবের সেই হারানো ডিসেম্বর তাদের মনে চিরকালই ছড়িয়ে থাকে উষ্ণতার এক আভা হয়ে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT