
বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে বন্দিরা নির্ধারিত একটি ফোন নম্বরে সাত দিন পরপর একবার ১০ টাকার বিনিময়ে ১০ মিনিট কথা বলার সুযোগ পান। নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে একই প্রক্রিয়ায় ভিডিও কলে কথা বলার সুবিধাও পাবেন বন্দিরা।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই দেশের সব কারাগারে আইপি ফোন স্থাপন করা হবে। এতে করে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে স্বজনদের দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত খরচ ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে নিয়মিত স্বজনরা আসেন। অনেক সময় স্ত্রী বা বৃদ্ধ বাবা-মাকে একা আসতে হয়, আবার কেউ সন্তানদের নিয়েও কারাগারে হাজির হন। এতে যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতিবার সাক্ষাতে জনপ্রতি গড়ে প্রায় তিন হাজার টাকা ব্যয় হয় বলে কারা কর্তৃপক্ষের হিসাব।
এই বিপুল খরচ জোগাড় করা অনেক পরিবারের পক্ষেই সম্ভব হয় না। ফলে অনেক স্বজনকে ধারদেনা করে সাক্ষাতে আসতে হয়। এই দুর্ভোগ কমাতেই ভিডিও কলে যোগাযোগের ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় বন্দিরা নিজ নিজ পিসি বা নির্ধারিত বুথ থেকে সপ্তাহে একবার ১৫ টাকার বিনিময়ে ১০ মিনিট ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন।
কয়েকটি কারাগারের কর্মকর্তারা জানান, একসময় কারাগারে ফোন স্থাপন করা কঠিন মনে হলেও বর্তমানে সফটওয়্যার নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে নিরাপদভাবে তা পরিচালনা করা সম্ভব হচ্ছে। তাই আইপি ফোনের মাধ্যমে ভিডিও কল চালু করাও খুব একটা জটিল বিষয় নয়।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, কারাগার আধুনিকায়নের ধারাবাহিক অংশ হিসেবে বন্দিদের ভিডিও কলে কথা বলার সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ফোন কল কার্যক্রম সফল হওয়ায় ভিডিও কল ব্যবস্থার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
কর্তৃপক্ষের আশা, এই ব্যবস্থা চালু হলে বন্দিরা পরিবারের সদস্যদের সরাসরি দেখতে ও কথা বলতে পারবেন, যা তাদের মানসিক চাপ ও বিষণ্ণতা কমাতে সহায়ক হবে।