অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ৩০ জন গুণিজনকে ‘মেডেল অব সাকসেস ২০২৫’ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এবারের ‘সফলতার গল্প’ অনুষ্ঠানটি শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, এটি একটি অনুপ্রেরণার প্ল্যাটফর্ম। যেখানে বাস্তব জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প মানুষকে সাহস, শক্তি ও আত্মবিশ্বাস জোগায়। প্রতিটি সাফল্যের পেছনে থাকা অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
পিবিআইএফ আয়োজিত অনুষ্ঠানে আমিন হান্নান ও সিমা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআইএফ এর সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে দেশের ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি, মিডিয়া ও ডিজিটাল সেক্টরের বিভিন্ন খাতের শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের এমডি, ডিরেক্টর ও ফাউন্ডাররা উপস্থিত ছিলেন।