
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ ডিসেম্বর)রবিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকতা রতন কুমার ঘোষ, প্রাণী সম্পদ কর্মকতা মানবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা ও প্রতিনিধি বৃন্দ। উপজেলা প্রশাসন সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের পরিকল্পনা ও প্রস্ততি নিয়ে আলোচনা করেন। সভায় অনুষ্ঠানের সময় সুচী, স্থান নিধারন, কোরআন খতম, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, এবং স্থানীয় জনগন,ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকতা উপস্থিত থেকে তাদের দায়িত্ব ও অবদান নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস আমাদের জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।তা যথাযথ ভাবে স্মরণ ও উদযাপন করা আমাদের দায়িত্ব। উপজেলা প্রশাসনের এই প্রস্ততিমুলক সভার মাধ্যমে বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদা ও শুঙ্খৃলার সঙ্গে ১৪ ও ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান সফলভাবে উদযাপনের প্রস্ততি সম্পুর্ণ হচ্ছে।