নারী কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব বাতিলের দাবিতে মহাসমাবেশ ডেকেছে হেফাজত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় একজন অ্যাকাডেমিক ও চারজন হল থেকে বহিষ্কার রাবি প্রেসক্লাবের চার দশক পূর্তি কাল: থাকবেন মাহমুদুর রহমান স্টেডিয়ামের নামেই মেসি—বার্সার ঐতিহাসিক উদ্যোগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা ইউনূস হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নারী কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব বাতিলের দাবিতে মহাসমাবেশ ডেকেছে হেফাজত

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে
নারী বিষয়ক সংস্কার কমিশন,নারী কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রস্তাবিত ইসলামবিরোধী উত্তরাধিকার ও পারিবারিক আইন বাতিলসহ চারটি দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ মে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। রোববার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রেস ব্রিফিংয়ের আগে হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (মজলিসে আমেলা)-এর বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে সর্বসম্মতভাবে মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক জানান, মহাসমাবেশে চারটি প্রধান দাবি উত্থাপন করা হবে। প্রথমত, ২০১৩ সালের শাপলা চত্বরে এবং পরবর্তীতে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও বিচার দাবি করা হবে। দ্বিতীয়ত, সংবিধান সংস্কার কমিশনের বহুত্ববাদী প্রস্তাব বাতিল এবং সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানানো হবে।

তৃতীয়ত, নারী বিষয়ক সংস্কার কমিশন এর সম্প্রতি দেওয়া প্রস্তাব—যেখানে ইসলামি উত্তরাধিকার ও পারিবারিক আইনকে বৈষম্যমূলক বলে অভিহিত করা হয়েছে—তা বাতিল এবং ওই কমিশন বিলুপ্ত করার দাবি জানানো হবে। হেফাজত এ প্রস্তাবকে ‘চরমভাবে ঘৃণিত’ হিসেবে আখ্যায়িত করে।

চতুর্থত, ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে। একই সঙ্গে বিশ্বনেতাদের ওই হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হবে।

মহাসমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার থেকে এক সপ্তাহব্যাপী দেশব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেইসঙ্গে ইমাম ও খতিবদেরকে খুতবায় কোরআনের আইন, উত্তরাধিকার ও পারিবারিক আইন সম্পর্কে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, হেফাজতের কেন্দ্রীয় মজলিসে আমেলার মোট ২১১ সদস্যের মধ্যে ১৩৫ জন উক্ত বৈঠকে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এ সভা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT