উত্তর কোরিয়ার নতুন ৫ হাজার টনের ডেস্ট্রয়ারের তলার অংশ খসে যাওয়ায় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই দুর্ঘটনার জন্য জাহাজ নির্মাণ ও পরিচালনায় জড়িত সকলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা বৃহস্পতিবার (২২ মে) কিমের উপস্থিতিতে ডেস্ট্রয়ারটি উদ্বোধনের ঠিক আগে ঘটে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনায় জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেললে কিম ঘটনাটিকে ‘অপরাধমূলক’ কাজ হিসেবে বর্ণনা করেছেন। উদ্বোধনের সময়ই এই ধরনের ত্রুটির কারণে দেশের গর্ব ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কিম সংশ্লিষ্ট সকলকে দায়িত্বজ্ঞানহীনতার জন্য জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর ক্ষতির খবর পাওয়া যায়নি। কিম বলেন, এই দুর্ঘটনার পেছনে চরম অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অবৈজ্ঞানিক পর্যবেক্ষণের কারণ রয়েছে। আগামী জুনে দলের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে জাহাজটি মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে, আর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বৈঠকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
যদিও শাস্তির প্রকৃতি স্পষ্ট নয়, তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা অনুযায়ী, উত্তর কোরিয়ায় ছোটখাটো ভুলের জন্যও কঠোর শাস্তি দেওয়া হয়ে থাকে, যার মধ্যে রয়েছে চুল ছাটা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত।
পিয়ংইয়ং সাধারণত অভ্যন্তরীণ সমস্যাগুলো প্রকাশ্যে আনে না, তবে এর আগে সামরিক স্যাটেলাইট বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা নিয়ে শীর্ষ নেতৃত্বের তীব্র সমালোচনা প্রকাশ পায়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাগ্য সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।