
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ট্রাভেল পাস প্রাপ্তির বিষয়টি শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান তার মেয়ে জাইমা জারনাজ রহমান। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’
প্রায় ১৮ বছর লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। এর আগে গত ১৮ ডিসেম্বর লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছিলেন।
এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন তার চিকিৎসকরা। শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগের তুলনায় তার শারীরিক অবস্থা আরও স্থিতিশীল।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আলহামদুলিল্লাহ, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল।’
ডা. জাহিদ আরও জানান, শুক্রবার তাকে একটি ছোট মেডিকেল প্রসিডিউর করানো হয়েছে, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিইউ) আওতায় আইসিইউ সুবিধাসম্পন্ন কেবিনে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, যেন তিনি এই চিকিৎসা অব্যাহত রাখতে পারেন এবং দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যান।’
এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘উনি যে অবস্থায় ছিলেন, তার তুলনায় এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক বেশি স্থিতিশীল। আমরা দেশবাসীর কাছে তার সার্বিক সুস্থতার জন্য দোয়া চাই।’