শেকৃবিতে সিওয়াইবির উদ্যোগে সাত হলের ডাইনিং পরিদর্শন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

শেকৃবিতে সিওয়াইবির উদ্যোগে সাত হলের ডাইনিং পরিদর্শন

মোহাম্মদ ফাহিম, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন CYB (Consumers Youth of Bangladesh)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের খাবারের মান, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা যাচাইয়ে একটি অভিযান পরিচালনা করা হয়।

আজ সোমবার (২২ অক্টোবর) বেলা দুপুর ১২ টায় এই অভিযানটি শুরু করা হয়।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবারের মান, পরিস্কার-পরিচ্ছন্নতা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি রক্ষা সংক্রান্ত মানোন্নয়ন নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগসমূহ বিশ্লেষণ করে তার সমাধানের পথ খোঁজা, হল প্রতিনিধিদের চাহিদা ও পরামর্শ শোনা এবং যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা। এ ছাড়া সামগ্রিক পরিস্থিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা এবং সাতটি হলের মধ্যে খাবারের মান ও পরিচ্ছন্নতার ভিত্তিতে সেরা হল নির্ধারণ করাও অভিযানের অন্যতম লক্ষ্য ছিল।

অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম ও ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, এবং সহযোগিতা করেন ডেইরি সায়েন্স বিভাগের লেকচারার আব্দুর রহমান।

অভিযানে অংশ নেন CYB-এর মডারেটরবৃন্দ, সংগঠনের সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের সাত হলের প্রতিনিধি এবং ফুড সেফটি বিভাগের শিক্ষার্থীরা।

অভিযান শেষে CYB- এর সভাপতি  কাজি নাফিস সোয়াদ জানান, খুব শিগগিরই একটি অনলাইন অভিযোগ বক্স চালু করা হবে, যেখানে শিক্ষার্থী, হল প্রভোস্ট ও প্রতিনিধিবৃন্দ সরাসরি তাদের অভিযোগ জমা দিতে পারবেন। প্রতিটি হলের রাঁধুনীদের PPE ও হার্ড এপ্রোন প্রদান করা হবে বলেও জানানো হয়।

সংগঠনের সদস্যবৃন্দ বলেন, একজন ভোক্তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বদা সোচ্চার থাকবো এবং ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা গড়ে তুলবো।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT