
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দৃষ্টিনন্দন আলোকসজ্জাসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর আগে কৃষি অনুষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অনুষ্ঠানটির। এরপর শুরু হয় শোভাযাত্রা।
শোভাযাত্রাটি কৃষি অনুষদ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সয়েল মোড়, এম মহবুবউজ্জামান ভবন, ভিসি বাংলো, টিএসসি প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ছাত্র-পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুক হক উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপাচার্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৯৩৮ সালে ‘বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট (বিএআই)’ নামে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। কৃষিক্ষেত্রে ধারাবাহিক অবদানের মধ্য দিয়ে আজ এটি দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। ইতিহাসে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হয়ে ১৯৭১ সালের পর ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নামে পরিচিত হয়। পরবর্তীতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদে “Sher-e-Bangla Agricultural University Act” পাস হওয়ার মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
এছাড়াও, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শেকৃবি টিএসসিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।