শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনে উদযাপিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’ শেকৃবিতে ৫৩% শিক্ষকের পিএইচডি নেই, তবুও পদোন্নতি ১৪৪ জনের কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনে উদযাপিত

মোহাম্মদ ফাহিম, শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দৃষ্টিনন্দন আলোকসজ্জাসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এর আগে কৃষি অনুষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অনুষ্ঠানটির। এরপর শুরু হয় শোভাযাত্রা।

শোভাযাত্রাটি কৃষি অনুষদ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সয়েল মোড়, এম মহবুবউজ্জামান ভবন, ভিসি বাংলো, টিএসসি প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ছাত্র-পরামর্শক অধ্যাপক ড. মো. আশাবুক হক উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে উপাচার্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৯৩৮ সালে ‘বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট (বিএআই)’ নামে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। কৃষিক্ষেত্রে ধারাবাহিক অবদানের মধ্য দিয়ে আজ এটি দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। ইতিহাসে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হয়ে ১৯৭১ সালের পর ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নামে পরিচিত হয়। পরবর্তীতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদে “Sher-e-Bangla Agricultural University Act” পাস হওয়ার মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।

এছাড়াও, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শেকৃবি টিএসসিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT