শিক্ষকতার চেয়ে মহান পেশা আর নেই: রাবি উপাচার্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ বাংলা সাহিত্যের অগ্রদূত মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর নেই: রাবি উপাচার্য

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিন গুণী শিক্ষককে সংবর্ধনা; উপাচার্যের বক্তব্যে শিক্ষকতার মহিমা ও ব্যক্তিগত স্মৃতিচারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেছেন, “আমার মতে, শিক্ষকতার উপরে কোনো পেশা নেই। সুন্দরভাবে দায়িত্ব পালন করে শিক্ষকতা করলে এর চেয়ে মহান পেশা আর হতে পারে না।”

রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত শিক্ষক সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “শিক্ষকতা এমন এক পেশা যার মাধ্যমে আমরা মানুষের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার সুযোগ পাই। একজন শিক্ষক হওয়া নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার।”

তিনি আরও জানান, “গতবছর আমরা তিনজন গুণী শিক্ষককে সম্মান জানিয়েছিলাম, এ বছরও তিনজন যোগ্য শিক্ষককে সম্মাননা দিয়েছি। আমরা চাই এই গুণী শিক্ষককে সম্মান জানানোর ধারাটি অব্যাহত থাকুক।”

নিজের শিক্ষকজীবনের স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, “আজ যাদের সম্মাননা দেওয়া হলো, তাদের মধ্যে প্রফেসর নজরুল ইসলাম আমার ক্লাসরুম শিক্ষক ছিলেন। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি কখনো ‘এইম ইন লাইফ’ রচনা লিখিনি, কারণ সেখানে মিথ্যা কিছু লিখতে হতো। বিতর্কেও অংশ নিইনি, কারণ বিতর্কে অনেক সময় ভালো কিছুর বিপক্ষেও কথা বলতে হয়, যার কোনো মানে নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান। তিনি বলেন, “শিক্ষক শব্দটি এমনই এক শব্দ, যা শুনলেই আমাদের ভেতরটা কেঁপে ওঠে। একজন শিক্ষকই শিক্ষার্থীর চরিত্র, মনন ও ভবিষ্যৎ নির্মাণে প্রথম পথপ্রদর্শক।”

সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন। তিনি বলেন, “আজ যারা সংবর্ধনা পেয়েছেন, তারা আমাদের অনুপ্রেরণা। বিশ্ব শিক্ষক দিবসে আমি সকল শিক্ষককে শ্রদ্ধা জানাচ্ছি।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস সাধারণত ৫ অক্টোবর পালিত হয়। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বছর দিবসটি উদযাপন করা হয় ২ নভেম্বর।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT