
আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা QS World University Rankings Asia 2026-এ প্রথমবারের মতো স্থান অর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।
এশিয়া অঞ্চলে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮০১–৮৫০তম, আর দক্ষিণ এশিয়া অঞ্চলে ২৫৪তম স্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) সেল এই তথ্য নিশ্চিত করেছে
বিশ্বখ্যাত এই র্যাংকিংয়ে স্থান পাওয়া শেকৃবির জন্য একটি ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মতে, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।
শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা আশা করছেন—এই অর্জন ভবিষ্যতে শেকৃবিকে আরও এগিয়ে নিতে প্রেরণা হিসেবে কাজ করবে।