জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ২০২৫ সালের নজরুল পদক সম্মাননা পাচ্ছেন গবেষক অধ্যাপক ড. রশিদুন্ নবী ও সংগীতশিল্পী ইয়াকুব আলী খান।
সোমবার (১৯ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা।
পাওয়া তথ্য মতে, অধ্যাপক ড. রশিদুন্ নবী জাককানইবির সংগীত বিভাগের প্রধান ও আইকিউএসি পরিচালক। তিনি একজন খ্যাতিমান নজরুল সংগীত গবেষক, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে গবেষণা চালিয়ে ‘নজরুল সংগীত সংগ্রহ’ শিরোনামে গ্রন্থ প্রকাশ করেছেন।
বইটিতে কাজী নজরুল ইসলামের ৩১৭৪টি গানের শুদ্ধ বাণী ও স্বরলিপি তথ্যভিত্তিকভাবে সংকলিত হয়েছে। পূর্বের নানা বিভ্রান্তি দূর করে এই সংকলন নজরুল সংগীতের শিক্ষার্থী, শিল্পী ও গবেষকদের জন্য এক ঐতিহাসিক সম্পদ হিসেবে বিবেচিত। ২০১৭ সালে তিনি কবি নজরুল ইনস্টিটিউট পুরস্কার লাভ করেন। স্ত্রী মাহবুবা সুলতানার সহায়তায় তিনি এ বিশাল কাজ সম্পন্ন করেন।
অন্যদিকে, জনাব ইয়াকুব আলী খান একজন বরেণ্য নজরুল সংগীতশিল্পী। ১৯৭৯ সালে নজরুল সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তার সংগীতজীবনের শুরু। ২০২০ সালে তিনি ‘নজরুল পুরস্কার’ লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সংগীত ও সংস্কৃতিচর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নজরুল পদক সম্মাননা পুরস্কার গ্রহণকালে তিনি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা প্রকাশ করেন।
উল্লেখ্য,নজরুল পদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবময় সম্মাননা, যা ২০০৯ সালে চালু হয়েছিল।