নোটিশ:

হাসিনা পতনের ‘মাস্টারমাইন্ড’ কে সেই রহস্যময়ী নারী !!!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে
হাসিনা পতনের মাস্টারমাইন্ড (ছবি: প্রতীকী)
হাসিনা পতনের মাস্টারমাইন্ড (ছবি: প্রতীকী)

কবি কাজী নজরুল ইসলামের সেই অমর পঙক্তি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠল: বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী,  অর্ধেক তার নর।

সম্প্রতি আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি নিজের ফেসবুক টাইমলাইনে ইংরেজিতে ৪ পর্বের যে পোস্ট দিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। এতদিন হাসিনা পতনের মাস্টারমাইন্ড হিসেবে যে মাহফুজ আলমের নাম মিডিয়াগুলোতে ফলাও করে প্রচার করা হচ্ছিল, তা পুরো উল্টেপাল্টে দিয়েছে সামির এই পোস্ট চারটি। এই পোস্টগুলো থেকে দেখা যায় ১ দফা দাবির মূল সুতিকাগার ছিল জুলকারনাইন সামির কোনো নারী বন্ধু যিনি তার বাসাতে সমন্বয়ক সাদিক কায়েমকে আশ্রয় দিয়েছিলেন।

সেই নারী প্রকৃতপক্ষে একজন মেন্টর বা গুরুর ভূমিকায় ছিলেন, যার পরামর্শ, ক্ষোভ, নির্দেশ ক্ষণে ক্ষণে আন্দোলনের গতি বদলে সাহায্য করেছে অকুতোভয়ী সাদিক কায়েমদের। সাদিক কায়েম ছাড়া অন্যান্য সকল সমন্বয়কদের মধ্যেই কিছু স্বার্থান্বেষী চিন্তা বা পিছুটানের আলামত সেই সময়ে দৃশ্যমান হয়েছিল, যেগুলো অসংকোচে উঠে এসেছে জুলকারনাইন সায়ের সামির পোস্টে। কাজেই সামির পোস্ট বিবেচনায় নিলে বলতে হয় এই এক দফা দাবির মূল মাস্টারমাইন্ড ছিলেন সেই নারী, যার নির্দেশ ও নির্দেশনায় সাদিক কায়েম কাজ করেছেন। আর রাজপথের লড়াকু হিরোদের মধ্যে সাদিক কায়েমই এগিয়ে থাকবেন।

অবশ্য এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জুলকারনাইন সায়ের, প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলম ও বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ওয়াহিদুল আলম সহ আরো বেশ কয়েকজন। সামি এই পোস্টগুলো না দিলে ইতিহাসের একটা বড় অধ্যায় চাপা পড়েই থাকত বলে প্রতীয়মান হয়। তবে, এই পোস্টের পর থেকে সবার মুখে মুখে এখন একটাই আলোচনা, কে হতে পারেন সেই রহস্যময় নারী। সোশাল মিডিয়ায় একেকজন একেক নারীর নাম উল্লেখ করছেন, যেগুলোর সবই ধারণা মাত্র। অনেকেই দাবি জানিয়েছেন যে তার নাম প্রকাশ করতে হবে। কেননা, এত বড় অবদান রাখা একজন নারী এভাবে পাদপ্রদীপের আড়ালে থেকে যেতে পারে না। ঐতিহাসিক কারণে হলেও তার নাম জানা প্রয়োজন, নাহলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে।

সাংবাদিক জুলকারনাইন সায়ের সামির চার পর্বের ইংরেজি পোস্ট সাবাস বাংলাদেশের পাঠকদের সুবিধার্থে বাংলায় অনুবাদ করা হয়েছে এখানে:

সাংবাদিক জুলকারনাইন সামির আলোচিত সেই পোস্টের বঙ্গানুবাদ (পর্ব-১)

সাংবাদিক জুলকারনাইন সামির আলোচিত সেই পোস্টের বঙ্গানুবাদ (পর্ব-২)

সাংবাদিক জুলকারনাইন সামির আলোচিত সেই পোস্টের বঙ্গানুবাদ (পর্ব-৩)

সাংবাদিক জুলকারনাইন সামির আলোচিত সেই পোস্টের বঙ্গানুবাদ [শেষপর্ব (পর্ব-৪)]

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT