ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন, অপ্রতিরোধ্য অধিকারহানি এবং বিরাজমান অব্যবস্থাপনার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা জানতে চাই আর কত বোন ধর্ষিত ও নিপীড়িত হলে এই সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে যাবে? বিগত সময়ের ধর্ষনের ঘটনার প্রতিবাদ আমরা যখন কমিয়ে দিয়েছি তখনই সরকার এ বিষয়ে শিথিল হয়ে পরেছে। যদি ধর্ষনের জন্য সর্বোচ্চ শাস্তি দৃশ্যমান না হয় তাহলে আমাদের প্রতিবাদ জারি থাকবে। আমরা চাই আমাদের মা-বোনরা নিরাপদে নির্বিঘ্নে এ দেশে বসবাস করবেন। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন- এই দাবি জানাই।

জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, “আজ এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এক গুম, খুন ও ধর্ষণহীন দেশ গড়া; আমরা চেয়েছি আমাদের মা-বোন ও শিশুদের নিরাপত্তা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্বপ্ন আজো দূরত্বে — আমাদের মা-বোন শিশুসহ প্রতিনিয়তই ধর্ষকের লোলুপ দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না। অথচ ধর্ষকের কোনো দৃশ্যমান বিচার হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ধর্ষকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমরা আমাদের মা-বোনদের নিরাপত্তা চাই।”

সমাবেশে ২১ নং হল সংসদের সাধারণ সম্পাদক বলেন, “নারী নির্যাতন ও যৌন সহিংসতার ঘটনায় বারবার রাষ্ট্রীয় ও সামাজিক নীরবতা অপরাধীদের উৎসাহিত করছে। আমরা অবিলম্বে সব ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আবর্তনের শিক্ষার্থী নাজমুল হাসান লিমন বলেন, “আজকে আমরা গভীর ক্ষোভ ও বেদনা নিয়ে এখানে অবস্থান করছি। আমরা দেখি যখন দেশের বিচার ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় বারবার ধর্ষণ-রাহাজানির মতো ঘটনা ঘটছে। আর কত শিশু, নারী ধর্ষিত হলে ইন্টিরিমের চোখ খুলবে। আমরা অবিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি বিরোধী দলের উপর দায় দিয়ে ফ্যাসিস্ট সরকার নিজেরাই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিত। আজকে অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা দেখেছি ৩ দিনে ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT