ইসকনকে নিষিদ্ধের দাবিতে শেকৃবিতে বিক্ষোভ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ বাংলা সাহিত্যের অগ্রদূত মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির

ইসকনকে নিষিদ্ধের দাবিতে শেকৃবিতে বিক্ষোভ

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার দেখা হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে  ইসকনের উগ্রতার বিরুদ্ধে  ন্যায়বিচার, ধর্ষণ-হত্যার শাস্তি ও ক্যাম্পাসে উগ্রপন্থা-উপস্থিতি প্রসঙ্গে এবং নিষিদ্ধ এর দাবিতে একটি প্রতিবাদী  বিক্ষোভ মিছিল শুরু হয়।

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ১০:৫০ মিনিটে মিছিলটি সেকেন্ড গেইট থেকে বের হয়ে উপাচার্য বাড়ি (ভিসির বাংলো) সামনে গিয়ে প্রথম গেইট, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রদক্ষিণ করে এবং রাত ১২টায় পুনরায় সেকেন্ড গেইটে শেষ হয়।

এই সময় আন্দোলনে অংশগ্রহণকারীরা,” ইসকন জঙ্গ,ইন্ডিয়ার সঙ্গী।ইসকন জঙ্গি সংগঠন, ইসকন নিষিদ্ধ করুন।ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না।ইসকন জঙ্গী,হাসিনা তাদের সঙ্গী।ইসকনের আস্তানা,এই বাঙলায় হবে না।ইসকন হটাও, দেশ বাঁচাও।হিন্দুত্ববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।ইসকন মুক্ত বাংলাদেশ চাই” ইত্যাদি স্লোগান  দেয়।

আন্দোলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ছাত্রশিবির এর শেকৃবি শাখার সভাপতি আবুল হাসান বলেন, ফ্যাসিবাদী সরকার পতনের পর  ইসকন আজ ধর্ষণ,গুম,খুনের সাথে জড়িত,তবুও কেন প্রশাসন আজ নীরব। এটা বাংলাদেশ, এখানে কোনো জঙ্গিবাদের স্থান নাই।

তিনি  বুয়েট প্রশাসনের উদ্দেশ্য করে আরো বলেন ,সাড়া রাত আন্দোলন করে কেন শ্রীশান্ত রায়কে গ্রেফতার করা হলো,আগেই কেন গ্রেফতার করা হলো না?

শেকৃবি ক্যাম্পাসে অবস্থানরত উগ্রবাদী হিন্দুদের উদেশ্যে করে বলেন,তারা যদি ক্যাম্পাসে উদ্রতা প্রদর্শন করেন তাহলে হাসিনার মতো তাদেরকেই শাস্তি পেতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত অনেক শিক্ষার্থী বলেন, তারা চান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল কিংবা যে কোনো বাহ্যিক গোষ্ঠী যদি ক্যাম্পাসের শান্তি নষ্ট করে তখন তার যথাযথ তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শাস্তি প্রদান প্রয়োজন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT