
পবিত্র রাবিউল আওয়াল মাস উপলক্ষে ১৩ সেপ্টেম্বর, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ শুরু হতে যাচ্ছে। মেলা আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন, এবং উৎসবমুখর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেলা কমিটির সদস্য এবং রুহামা পাবলিকেশনের প্রকাশক রফিকুল ইসলাম।
মেলার প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে; স্টল তৈরির কাজ জোরদার হয়েছে, বলছেন তিনি। এবারের মেলায় পাকিস্তান, মিশর ও লেবানন থেকে চারটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিতে নিশ্চিত করেছে। এছাড়া দেশীয় শুদ্ধ প্রকাশনীর শতাধিক প্রতিষ্ঠানও তাদের বই নিয়ে হাজির হবে বলে আশা প্রকাশ করেছেন রফিকুল ইসলাম।
একটি আত্মবিশ্বাসী ঘোষণা—“এবারই প্রথম, বইমেলার স্টল বিন্যাস করা হচ্ছে বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে শুরু করে দৈনিক বাংলার প্রধান রোড অবধি,” জানালেন তিনি।
আয়োজনকারী সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, জোহরের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের সভাকক্ষে মেলার স্টল বরাদ্দের লটারি আয়োজন করা হবে।
পাঠক ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য মেলায় থাকবে:
শিশুচত্বর
মিডিয়া কর্নার
নারীদের জন্য আলাদা বসার স্থান
লিটল ম্যাগাজিন কর্নার
লেখক কর্নার
চা-কফি ও ফুড কর্নার
ইনফরমেশন সেন্টার
তাছাড়া, বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক–প্রকাশক–পাঠক মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন, এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
এই মেলার যাত্রা শুরু হয় নব্বই দশকের শেষ দিকে সর্বপ্রথম সীমিত পরিসরে; বর্তমানে এটি দেশের বড় ও মর্যাদাপূর্ণ ইসলামি বইমেলা হিসেবে স্বীকৃত। এবারের আয়োজনকে ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ইতোমধ্যে প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।