চলতি মৌসুমে রাজবাড়ীতে হালি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কৃষকরা।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের এড়েন্দা মাঠে কৃষকরা এ মানববন্ধন করেন। পরে স্থানীয় সড়কে বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে কৃষকরা বলেন, সার, বীজ, কীটনাষকসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও হালি পেঁয়াজের দাম পাচ্ছেন না তারা। এবার প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ন্যূনতম দুই হাজার টাকা মণ পেঁয়াজের দাম পেলে উৎপাদন খরচ উঠবে। তারা পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ ও বিদেশি পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি করেন।
এসময় কৃষক আজিবর রহমান, আব্দুর রব মোল্লা, রফিকুল ইসলাম, হান্নান মণ্ডলসহ এলাকার অন্য কৃষকরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের তৃতীয় বৃহত্তম জেলা। সারাদেশের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ এ জেলায় উৎপাদন হয়। এ বছর জেলায় সাড়ে ৩১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ ১০ হাজার মেট্রিক টন।
কৃষকরা আরও জানান, গত বছর পেঁয়াজের দাম ভালো থাকলেও এবার উৎপাদন খরচের তুলনায় বিক্রির মূল্য অনেক কম। এর ফলে তারা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন পেঁয়াজের ন্যায্য দাম নির্ধারণ করে এবং স্থানীয় কৃষকদের সাহায্য করা হয়।
এছাড়া, কৃষকরা বিদেশি পেঁয়াজের আমদানি বন্ধ করে দেশের পেঁয়াজ চাষিদের জন্য সুরক্ষা এবং সহযোগিতা দাবি করেছেন। তারা মনে করেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদন খরচ কাটানো সম্ভব হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে কৃষকরা সরকারের কাছে তাদের দাবিগুলি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd