কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনে নেতৃত্ব বাছাই শুরু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবি ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত বালিয়াকান্দিতে আই ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প, শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প—কুবির পাঁচ কৃতি শিক্ষার্থীর বিসিএস জয়যাত্রা বিবিসিতে শেখ হাসিনা অস্বীকার করলেন গণঅভ্যুত্থান হত্যা অভিযোগ জুলাই সনদে আইনি সিল, এক ঘোষণায় রাজনৈতিক অচলাবস্থা ভাঙলেন ইউনূস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ৪৪তম ও ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা–লুটপাট: আড়াই মাস পর ৯৬ জনের নামে মামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রথম কুবির অলি উল্লাহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনে নেতৃত্ব বাছাই শুরু

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নেতৃত্ব বাছাইয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ তিন সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে।

রবিবার (২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন— কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও মো. নাজমুচ্ছাকিব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীর বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গণে প্রত্যাশিত ছাত্ররাজনীতি, শিক্ষার পরিবেশ, আবাসন ও খাবারের মানোন্নয়ন, কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতাসহ সার্বিক বিষয়ে শিক্ষার্থীদের মতামত নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ বলেন,

“আমরা আগামী ৪ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাব। সেখানে নতুন কর্মী সংগ্রহের জন্য সদস্য ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করব। এরপর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তারা কী ধরনের পরিবেশ ও নেতৃত্ব চান, সেটাই বিবেচনায় রেখে নতুন কমিটি গঠন করা হবে।”

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ জুন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুবি শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেই কমিটিই এখন পর্যন্ত দায়িত্ব পালন করছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT