নোটিশ:
শিরোনামঃ
ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য আল-জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস জানালেন, বাংলাদেশে ‘দ্বিতীয় ’স্বাধীনতার পর দেশ গঠনের দায়িত্বে আছেন আল-জাজিরায় ড. ইউনূস: শেখ হাসিনাকে থামাতে পারবেন না মোদি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ফ্রান্সে মসজিদে হামলা, নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

সিটিগ্রুপের ভুলে গ্রাহকের অ্যাকাউন্টে ৮১ ট্রিলিয়ন ডলার জমা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে
সিটিগ্রুপের ভুল,সিটিগ্রুপ, ব্যাংক লেনদেন ভুল, ৮১ ট্রিলিয়ন ডলার, সিটিগ্রুপ গ্রাহক অ্যাকাউন্ট, ব্যাংকিং ত্রুটি, মার্কিন বিনিয়োগ ব্যাংক, ফেডারেল রিজার্ভ, আর্থিক ভুল, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যাংক পরিচালনা সমস্যা, সিএফও মার্ক ম্যাসন, ফাইন্যান্সিয়াল টাইমস, ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা, ডাটা ব্যবস্থাপনা, অর্থ লেনদেন ভুল, ব্যাংকিং নিরাপত্তা, জরিমানা, ব্যাংক ত্রুটি সংশোধন

সিটিগ্রুপের ভুলে গ্রাহকের অ্যাকাউন্টে ৮১ ট্রিলিয়ন ডলার জমা। মার্কিন বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ এক গ্রাহকের অ্যাকাউন্টে ভুল করে ৮১ ট্রিলিয়ন ডলার পাঠিয়ে দেয়, যেখানে আসলে জমা করার কথা ছিল মাত্র ২৮০ ডলার।

এই বড় ধরনের ভুল ব্যাংকের এক পেমেন্ট কর্মীর চোখ এড়িয়ে যায় এবং পরদিন যাচাইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও এটি ধরতে ব্যর্থ হন। তবে লেনদেনের দেড় ঘণ্টা পর এক তৃতীয় কর্মী ভুলটি চিহ্নিত করেন এবং সংশোধনের জন্য কয়েক ঘণ্টা সময় লাগে।

সৌভাগ্যবশত, অর্থ সিটিগ্রুপের বাইরে চলে যাওয়ার আগেই এই ভুল ধরা পড়ে। ব্যাংকটি পরে ফেডারেল রিজার্ভ ও অফিস অভ দ্য কম্পট্রোলার অফ দ্য কারেন্সিকে ঘটনাটি জানায়।

সিটিগ্রুপ এক বিবৃতিতে জানায়, তাদের ‘ডিটেকটিভ কন্ট্রোল’ দ্রুত ভুলটি শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে সংশোধন করে। ব্যাংকের দাবি, এই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব গ্রাহক বা প্রতিষ্ঠানের ওপর পড়েনি।

ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি) জানিয়েছে, ২০২৩ সালে সিটিগ্রুপে অন্তত ১০টি বড় ভুল লেনদেন হয়েছে, যেগুলোর প্রতিটির পরিমাণ ছিল ১ বিলিয়ন ডলারের বেশি। আগের বছর এই ধরনের ভুল হয়েছিল ১৩টি।

সিটিগ্রুপের সিএফও মার্ক ম্যাসন বলেছেন, ব্যাংকটি ঝুঁকি ব্যবস্থাপনা, ডাটা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক সংস্থার চাহিদাগুলো পূরণে ব্যাপক বিনিয়োগ করছে। তবে ব্যাংকের পরিচালন সংক্রান্ত সমস্যাগুলো নতুন নয়। ২০২০ সালে ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয় সিটিগ্রুপকে। এছাড়া,সিটিগ্রুপের ভুলে ২০২৩ সালের জুলাইয়ে একই ধরনের দুর্বলতার জন্য আরও ১৩৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT