বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে টেক্সভার্স ২০২৫, টেক্সটাইল গবেষণায় নতুন দিগন্ত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বাংলা সাহিত্যের অগ্রদূত মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’ শেকৃবিতে ৫৩% শিক্ষকের পিএইচডি নেই, তবুও পদোন্নতি ১৪৪ জনের

বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে টেক্সভার্স ২০২৫, টেক্সটাইল গবেষণায় নতুন দিগন্ত

রিফাত খান ইমন, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’। দীর্ঘ ছয় বছর পর পুনর্গঠনের পর বুটেক্স সায়েন্স ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

২৪ অক্টোবর (শুক্রবার) দিনব্যাপী আয়োজনে দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে টেক্সটাইল খাতে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাধারার প্রতি উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা বিকাশে সুযোগ তৈরি করা।

প্রতিযোগিতাটি ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়—পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট এক্সিবিশন, আর্টিকেল রাইটিং, টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র ও জুনিয়র বিভাগ), ভিডিও কম্পিটিশন এবং ট্রেজার হান্ট।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, আইটিইটি’র যৌথ আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ. টি. এম. শামসুদ্দিন খান, র‍্যাডিক্যাল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোহসিন আহমেদ এবং আরএইচ কর্পোরেশনের নির্বাহী পরিচালক এ. এস. এম. হাফিজুর রহমান নিক্সন।

বিচারকরা অংশগ্রহণকারীদের গবেষণাধর্মী উপস্থাপনা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে মূল্যায়ন করেন। প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ ঘোষণা করা হয়।

ফলাফল:
পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন টিম ওয়াটার হায়াসিন্থ, প্রথম রানারআপ টিম এমিথিস্ট এবং দ্বিতীয় রানারআপ টিম ড্রপিং-২।
প্রজেক্ট এক্সিবিশনে চ্যাম্পিয়ন টিম এরিজ, প্রথম রানারআপ টিম ইকোফ্লেইম পং ও দ্বিতীয় রানারআপ টিম গিয়ার সিফটার্স।
টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র) বিভাগে চ্যাম্পিয়ন নাজরানা মেহনাজ দিবা, প্রথম রানারআপ মো. সাদমান ওয়াসিফ ও দ্বিতীয় রানারআপ ইশতিয়াক আল আমিন।
টেক্সটাইল অলিম্পিয়াড (জুনিয়র) বিভাগে চ্যাম্পিয়ন চৌধুরী আজমিন মাহমুদ, প্রথম রানারআপ মো. আবদুন নুর ও দ্বিতীয় রানারআপ মো. নূর হোসেন রাব্বি।
ভিডিও কম্পিটিশনে চ্যাম্পিয়ন টিম স্পানডেক্স ও প্রথম রানারআপ টিম পেপার উইভার্স।
ট্রেজার হান্টে চ্যাম্পিয়ন মিস্ট্রি ভয়েজার্স, প্রথম রানারআপ দ্য এজওয়াকার্স ও দ্বিতীয় রানারআপ টিম অরাম।

সমাপনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে গবেষণার পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। তাই দেশের যেসব বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে, তাদের গবেষণামুখী উদ্যোগে আরও এগিয়ে আসতে হবে।” তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান।

বুটেক্স সায়েন্স ক্লাবের মডারেটর, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস. কে. মোহাম্মদ রাফি বলেন, “শিক্ষার্থীদের টেক্সটাইল গবেষণার ক্ষেত্র অন্বেষণে উৎসাহিত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে টেক্সভার্স ২০২৫ আয়োজনের মাধ্যমে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা সেই যাত্রার সূচনা করেছি।”

ক্লাবের সভাপতি মো. নাহিদ হাসান বলেন, “টেক্সভার্স ২০২৫ আয়োজনের মাধ্যমে বুটেক্স সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করার চেষ্টা করেছে। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখব।”

দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজনে বুটেক্স ক্যাম্পাস ছিল প্রাণবন্ত। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, সৃজনশীল উপস্থাপন ও উদ্ভাবনী মনোভাব পুরো অনুষ্ঠানে যুক্ত করেছে নতুন মাত্রা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT