বুটেক্সে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান মামলা : পলাতক আসামিরা আপিল করতে পারবেন না

বুটেক্সে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’

রিফাত খান ইমন, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও সংগীতের মেলবন্ধনে বুটেক্স সাহিত্য সংসদের বর্ণাঢ্য আয়োজন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হয়েছে বুটেক্স সাহিত্য সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’। আমেজময় এই উৎসব শুরু হয়েছে ১২ অক্টোবর এবং চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

পাঁচ দিনব্যাপী এই উৎসবের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে, যেখানে সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও সংগীতসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে।

১২ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে পাঠচক্র ও সাহিত্য কথনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। ১৩ অক্টোবর (সোমবার) বুটেক্সের কদমতলায় অনুষ্ঠিত হবে পথনাটক। ১৪ অক্টোবর (মঙ্গলবার) বুটেক্স অডিটরিয়ামে থাকবে থিয়েটার কর্মশালা ‘হাতে খড়ি’। ১৫ অক্টোবর (বুধবার) প্রদর্শিত হবে শর্টফিল্ম।

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) উৎসবের শেষ দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হবে। দুপুরে মেলা উদ্বোধন ও ডিপার্টমেন্টাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকালে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় অতিথিদের আলোচনা সভা এবং রাতে সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড পারফরম্যান্সের মাধ্যমে ফোক ফেস্ট ২.০-এর পর্দা নামবে।

বুটেক্স সাহিত্য সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ চৌহান বলেন, “বুটেক্স সাহিত্য সংসদ সবসময়ই বাংলার সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারে আমরা আয়োজন করছি ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’। শিক্ষার্থীরা লোকসাহিত্য ও লোকসংস্কৃতির ছোঁয়া পাবে, পাশাপাশি তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগও তৈরি হবে।”

বুটেক্স সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী অর্পণ সাহা বলেন, “‘অরণ্যের সুর – ফোক ফেস্ট ২.০’ আমাদের কাছে শুধুই একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের নিজেদের তৈরি উৎসব। সারা বছর আমরা এই আয়োজনের জন্য অপেক্ষা করি। আশা করছি, এই ফোক ফেস্ট সবাইকে সাহিত্য-সংস্কৃতির জগতে টেনে আনবে—নতুনরা অনুপ্রাণিত হবে, পুরোনোরা নিজেদের গল্প আবার খুঁজে পাবে।”

উল্লেখ্য, বুটেক্স সাহিত্য সংসদের মূলমন্ত্র হলো “সাহিত্যের সুতোয় বুনি মননের উত্তরীয়।” এই মূলমন্ত্রকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT