বুটেক্স বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাকিবুল–সম্পাদক রাইহান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান মামলা : পলাতক আসামিরা আপিল করতে পারবেন না

বুটেক্স বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাকিবুল–সম্পাদক রাইহান

রিফাত খান ইমন, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিজনেস ক্লাবের ২০২৫–২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হয়ে উঠবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের ২০২৫–২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশরাফুল হক রাইহান।

শনিবার (৪ অক্টোবর) রাতে ক্লাবের মডারেটর ও ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ–সভাপতির দায়িত্বে রয়েছেন নাজমুস সাকিব অয়ন, অন্বয় দেবনাথ, মো. আবু রায়হান প্রান্ত, অর্পন সাহা, তাসমিয়া বিনতে ফাইজুর, হায়াতুন বিনতে হাই ত্বোয়া, জুবায়ের আল মাহমুদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সৌমিক হাসান তরফদার, এস.এম. মুনতাসির ও মুশফিক আহমেদ।

দায়িত্ব পাওয়ার পর সভাপতি রাকিবুল ইসলাম বলেন,
“বুটেক্স বিজনেস ক্লাব আমার জন্য শুধু একটি সংগঠন নয়, এটি নেতৃত্ব বিকাশ ও পেশাগত উন্নয়নের এক বিশাল ক্ষেত্র। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা চেষ্টা করব ক্লাবের প্রতিটি কার্যক্রমে নতুন চিন্তা, পেশাগত প্রস্তুতি ও টিমওয়ার্কের সংস্কৃতি আরও দৃঢ় করতে।”

তিনি আরও বলেন, “আগের কমিটির অর্জনের ওপর ভিত্তি করে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব, যাতে বুটেক্স বিজনেস ক্লাব দেশের অন্যতম সফল শিক্ষার্থী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায়।”

সাধারণ সম্পাদক আশরাফুল হক রাইহান বলেন,
“এই দায়িত্ব আমার জন্য এক বড় সম্মান ও চ্যালেঞ্জ। আমরা প্রতিটি কার্যক্রমে সৃজনশীলতার ছোঁয়া আনতে চাই। আমাদের টিমওয়ার্কই হবে সাফল্যের মূল চাবিকাঠি।”

তিনি আরও যোগ করেন, “আমরা চাই বুটেক্স বিজনেস ক্লাব এমন এক প্ল্যাটফর্মে পরিণত হোক, যেখান থেকে ভবিষ্যতের উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতারা তৈরি হবে।”

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই বুটেক্স বিজনেস ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও বাস্তব ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। ‘টেক্সবিজ’, ‘টেক্সপ্রেস’সহ বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT