
মহান বিজয় দিবস ঘিরে আলোয় নতুন রূপে সেজেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার চেতনা ও বিজয়ের গৌরব তুলে ধরতে ক্যাম্পাসজুড়ে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। একাডেমিক ভবন, আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোয় আলোয় হয়ে উঠেছে আরও মনোমুগ্ধকর।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিজয় দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), বিভিন্ন আবাসিক হলে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। এসব আলোকসজ্জায় ফুটে উঠেছে স্বাধীনতা ও বিজয়ের নানান অনুষঙ্গ।
সন্ধ্যা নামতেই ক্যাম্পাসে যেন উৎসবের আমেজ। কেউ আলোকসজ্জা দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউবা বন্ধুদের সঙ্গে সেলফিতে মুহূর্তগুলো ধরে রাখছেন। বিজয়ের আলোয় মোড়া ক্যাম্পাসে তৈরি হয়েছে অন্যরকম এক আবেগঘন পরিবেশ।
শুধু শিক্ষার্থীরাই নন, ক্যাম্পাসের বাইরে থেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও এই আলোকসজ্জা দেখে মুগ্ধ। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন, আবার অনেকে ক্যামেরায় বন্দি করছেন মনকাড়া দৃশ্যগুলো।
কৃষি অনুষদের শিক্ষার্থী মো. আব্দুর রহমান বলেন, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এমনভাবে সাজানো প্রশাসনের একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে ক্যাম্পাসের সৌন্দর্য যেমন বাড়ে, তেমনি দেশের মানুষও আকৃষ্ট হয়।
ফিশারিজ এবং মেরিন সাইন্স অনুষদের শিক্ষার্থী মো: ফাহমিদুল রহমান বলেন,আমাদের রক্তে অর্জিত বিজয় দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে সাজানো হয়েছে। আমাদের ক্যাম্পাস এমনিতেই সুন্দর, বিজয়ে সাজে সেজে সবুজ ক্যাম্পাস আরও অপরূপ হয়ে উঠেছে। বন্ধুদের সঙ্গে ছবি তুলেছি, ভিডিও করেছি-ফেসবুকেও শেয়ার দিয়েছি।
আগত এক দর্শনার্থী বলে, ১৬ ডিসেম্বর বা তার আগেরদিন ক্যাম্পাসে এমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পূর্বের ন্যায় এবারও সেই আনন্দ উপভোগ করতেই মিরপুর থেকে ছুটে আসা।