তর্জনি উঁচিয়ে বাতাস শাসিয়ে তিনি আরবিতে বলছেন, “বিসমিল্লাহির রহমানির রহিম। মিন বাংলাদেশ ইলা হুক্কামুল আরাব…”। তরুণটির দুই পাশে রুমালে মুখ ঢাকা দুইজন ঝান্ডা হাতে দাঁড়িয়ে আছে। একজনের পতাকা ফিলিস্তিনের, আরেকজনেরটায় সাদা কাপড়ে খচিত আছে কালেমা। পুরো দৃশ্যটি দেখে মনে হবে উভয় দিকে প্রহরীবেষ্টিত কোনো মুজাহিদ নেতা। এমন ভঙ্গিতে আরবি ভাষায় বক্তৃতা দিয়ে নেটিজেনদের নজর কাড়া এই তরুণ আলেমের নাম রাইয়ান ফাইজ। তিনি জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা মাদ্রাসায় পড়াশোনা করে বর্তমানে শিক্ষকতা করছেন মারকাজু তালিমিল উম্মাহ, বনশ্রী মাদ্রাসার আরবি ভাষা ও ফিকহ বিভাগে। পাশাপাশি যুক্ত আছেন একটি ইসলামি মিডিয়ার সাথে।
তিনি ফিলিস্তিনের গাজাবাসীদের উপর ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে “মার্চ ফর গাজা” কর্মসূচীতে ছুটে এসেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। অনর্গল আরবি ভাষায় বক্তৃতা করা অবস্থায় ধরা পড়েন দৈনিক সাবাস বাংলাদেশ এর প্রতিনিধি হোসাইন রাজিবের ক্যামেরায়। তার ধারণকৃত বক্তব্যের ভিডিওটি দৈনিক সাবাস বাংলাদেশের ফেসবুক পেজে আপলোড দিতেই মুহুর্তেই ছড়িয়ে যায় হাজারো মানুষের কাছে।
কেন তিনি আরবিতে বক্তৃতা দিলেন, তা জানতে চাইলে এই তরুণ আলেম জানালেন তার আক্ষেপের কথা। অসহায় ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে নির্বিকার ও ঘুমন্ত আরব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই মূলত তিনি এই পন্থা বেছে নিয়েছেন। তিনি আশা করেন, তার কথাগুলো যদি আল্লাহ তায়ালা আরব নেতাদের কানে পৌঁছে দেন, আর এতে যদি কোনোভাবে তাদের ঘুম যদি ভেঙে যায় তাহলে গাজাবাসীদের দুর্দশা ঘুঁচতে বেশি সময় লাগবে না।
আরবি ভাষায় ব্যতিক্রমধর্মী এই প্রতিবাদের মাধ্যমে তিনি দৃষ্টি কেড়েছেন অগণিত নেটিজেনের, প্রশংসায় ভাসাচ্ছেন শুভানুধ্যায়ীরাও।
তার আরবি বক্তৃতাটি শুনতে ক্লিক করুন: এখানে