আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হাসিনার ফাঁসির রায়ে শেকৃবিতে মিষ্টিমুখ ও আনন্দ মিছিল নষ্ট মোবাইল দান কর্মসূচিতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ সৌদি আরব বলেছে, “স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র” ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের মিছিল হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া: ন্যায়বিচার নিশ্চিত হয়েছে দাবি হেফাজতে ইসলামের কুবিতে আইইএলটিএস প্রস্তুতি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধান কর্মশালা অনুষ্ঠিত বুটেক্স হলগুলোতে মশার ভয়াবহ উপদ্রব, ডেঙ্গুতে বহু শিক্ষার্থী আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘Allama Iqbal’s Theory of Khudi’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান মামলা : পলাতক আসামিরা আপিল করতে পারবেন না

আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে
oplus_0
ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, থিওলজি এন্ড  ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. মো. আব্দুল বারী। এছাড়াও শাখা ছাত্রদলের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শহীদ আবরার ফাহাদ আমাদের এই পরিবর্তিত ইতিহাসের সবচেয়ে বড় উজ্জ্বল তারকা; আমাদের চেতনা ও অনুপ্রেরণার দ্যুতি। ভারত গত ফ্যাসিস্ট রেজিমের কাছ থেকে এত সুবিধা পেয়েছে যে  হাসিনা বাংলাদেশ থেকে বিতারিত হওয়ার পর তারাই হাসিনাকে ঠাঁই দিয়েছে । ভারত কিভাবে বাংলাদেশকে গিলে খাওয়া যায় সেই প্রচেষ্টায় ছিল। ভারত বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আশুলিয়া বন্দর ব্যবহার করার জন্য ভারত নিজেরা বাংলাদেশে রাস্তা, সেতু তৈরি করে দিয়েছে। শহীদ আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে।
শহীদ আবরারের প্রতিটি রক্ত হলো প্রতিবাদের রক্ত। যুবকদের মাঝে শহীদ আবরারের চেতনার রক্ত প্রবাহিত। এই চেতনার রক্ত যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা প্রতিবাদী কাজ  করতে পারবো, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কাজ করতে পারবো। শহীদ আবরারের আমলনামায় আমাদের এই ভালো কাজের সাওয়াব লেখা হবে। চেতনার প্রেরণা আবরার, এটি হোক আমাদের ছাত্র সমাজের আলোচনার বিষয়। নতুনরা যাতে জানতে পারে আবরারকে কেন মারা হয়েছে । এ বিষয়টা নিয়েই আমাদের ফ্যাসিবাদ আগ্রাসন রুখে দিতে হবে। আমরা হত্যার পরিবর্তে হত্যা, সন্ত্রাসের পরিবর্তে সন্ত্রাস করতে চাই না। আমরা আমাদের আদর্শ, ভালবাসা, জনগণের কল্যাণ ও আবরারের মাথায় যে চিন্তা ছিল সেই চিন্তার প্রতিফলন ঘটাবো।’
মোনাজাত শেষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT