খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খালেদা জিয়ার শেষ বিদায়ে মানিক মিয়া এভিনিউয়ে শোকের জনসমুদ্র ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি তলব ঢাকায় খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি পুতুল থেকে খালেদা জিয়া খালেদা জিয়ার জানাজা আগামীকাল, জিয়া উদ্যানে হতে পারে দাফন সংসদীয় নির্বাচনে খালেদা জিয়ার অনন্য রেকর্ড: যে আসনেই লড়েছেন, সেখানেই জয় আর নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” পেলেন ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ৫ মামলার পলাতক আসামি সোহেল রানা গ্রেফতার

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজা উপলক্ষ্যে বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে একদিনের সাধারণ ছুটি থাকবে।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান, খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে বুধবার সারাদেশে একদিনের সাধারণ ছুটি থাকবে।

ভাষণে প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঐক্যবদ্ধ ও শান্ত থাকার আহ্বান জানান এবং প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখা খালেদা জিয়া দুই দফায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT