এনসিপি–জামায়াত সমঝোতা: কুমিল্লা-৪ ও ঢাকা-১১ আসনে জামায়াত প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উচ্চ পর্যায়ের বৈশ্বিক প্রতিনিধি দল; ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানসহ বহু দেশ ইতিহাসের সর্ববৃহৎ জানাজায় বিদায় নিলেন খালেদা জিয়া, সংসদ ভবন এলাকায় জনসমুদ্র খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউতে এক ব্যক্তির মৃত্যু খালেদা জিয়ার কফিন কাঁধে তুললেন ড. মিজানুর রহমান আজহারী তারেক রহমানকে সহমর্মিতা পাকিস্তানের স্পিকারের রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন, লাখো মানুষের উপস্থিতিতে রাজসিক বিদায় ডিআইইউ মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাফল্য লোকপ্রশাসন অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে বিভাগীয় প্রধানের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ মায়ের জন্য দোয়া ও ক্ষমা চাইলেন তারেক রহমান খালেদা জিয়ার শেষ বিদায়ে মানিক মিয়া এভিনিউয়ে শোকের জনসমুদ্র

এনসিপি–জামায়াত সমঝোতা: কুমিল্লা-৪ ও ঢাকা-১১ আসনে জামায়াত প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমঝোতার বাস্তব প্রতিফলন দেখা গেছে মাঠপর্যায়ের প্রার্থিতায়। জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবীদ্বার) ও ঢাকা-১১ আসনে জামায়াত মনোনীত দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকায় জামায়াত ও সমমনা আটটি দলের সঙ্গে এনসিপির জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হয়। সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর নিজ এলাকা দেবীদ্বারেই এই আসনটি অবস্থিত।

রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে সাইফুল ইসলাম লেখেন, “কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”
তিনি আরও বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দেবীদ্বারের মানুষের পাশে থাকবেন।

একইদিন রাজধানীর ঢাকা-১১ (রামপুরা–বাড্ডা–ভাটারা–হাতিরঝিল আংশিক) আসনেও অনুরূপ সিদ্ধান্তের ঘোষণা আসে। জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান নির্বাচন না করার ঘোষণা দিয়ে জোটের একক প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভকামনা জানান।

দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আতিকুর রহমান এই সিদ্ধান্তকে ‘বড় জিম্মাদারি থেকে মুক্তি’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, গত প্রায় ১০ মাস ধরে এই আসনে ব্যাপক জনমত গঠনের কাজ চালিয়ে আসলেও বৃহত্তর ঐক্যের স্বার্থে সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, রামপুরা ও বাড্ডা এলাকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন তিনি আজীবন মনে রাখবেন। পাশাপাশি, নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সহযাত্রী ও নারী কর্মীদের ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।

রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপি ও এলডিপির অন্তর্ভুক্তির ফলে আসনভিত্তিক সমঝোতা দ্রুত বাস্তবায়ন হচ্ছে। কুমিল্লা-৪ ও ঢাকা-১১ আসনে জামায়াত প্রার্থীদের সরে দাঁড়ানো এই জোটগত কৌশলেরই অংশ, যা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT