
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কয়েকজন নেতার মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত নাশকতা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘোষিত দুই দিনের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটলেও রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর জনজীবন স্বাভাবিক রয়েছে।
রোববার সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর নিউ ইস্কাটনে ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে পথচারী আবদুল বাসির (৫০) আহত হন। তিনি জানান, ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে তার হাতে ও পায়ে আঘাত লাগে।
এর আগে শনিবার সন্ধ্যায় হাতিরঝিল মধুবাগ সেতুর কাছে ককটেল বিস্ফোরণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। ঘটনার সময় সেখানে থাকা কেউ গুরুতর আহত হননি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতে ঢাকা–খুলনা মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গোপালপুর বাজার এলাকায় এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যানজট তৈরি হয় এবং হামিম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।
গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে আজমিরী গ্লোরী পরিবহনের একটি বাসে রাতে অগ্নিকাণ্ড ঘটে। হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। বাসে থাকা ১০–১২ জন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি, তবে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে সিলেটে গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।
নানাস্থানে বিচ্ছিন্ন নাশকতার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও সামগ্রিকভাবে দেশের জনজীবন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।