যে হোটেলের সবাই টুপি পরে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’ শেকৃবিতে ৫৩% শিক্ষকের পিএইচডি নেই, তবুও পদোন্নতি ১৪৪ জনের কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা

যে হোটেলের সবাই টুপি পরে

সিনান সাবিত
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার দেখা হয়েছে

সাত সকালে না খেয়ে তড়িঘড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে যখন টের পেলাম যে প্লেন ধরতে কোনো সমস্যাই হবে না তখনই পেটের ভেতর ছুঁচোর কীর্তন টের পেলাম। ঘড়িতে দেখলাম জলখাবারের বিলাসিতাটুকু সেরে নেওয়ার মতো পর্যাপ্ত সময়ও হাতে আছে। আশেপাশে কোনো ভালো হোটেল আছে কিনা জিজ্ঞেস করায় ড্রাইভার আমাদেরকে (আমি আর আমার স্ত্রী) একটা হোটেলে নিয়ে গেল। জায়গাটা উত্তরার ৭ নম্বর সেক্টর। এখানকার এক শান্ত কোণে পথিকের জন্য ঠাঁই দাঁড়িয়ে আছে ‘মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’।

টুপি পরা এক ওয়েটারের ছবি

টুপি পরা এক ওয়েটার শান্তভাবে খাবার সার্ভ করছে

হোটেলটিতে ঢুকেই চোখে পড়ল এক অদ্ভুত অথচ মন ভালো করা দৃশ্য। প্রতিটি স্টাফ—রাঁধুনি থেকে শুরু করে ওয়েটার, এমনকি ক্যাশিয়ার পর্যন্ত—সবার মাথায় টুপি। বিষয়টি চোখে পড়ার মতোই। কৌতূহল চাপতে না পেরে জানতে চাইলাম কারণ।

হোটেলের ক্যাশিয়ার মো. মানিক জানালেন, “টুপি পরা তো নবীজির (সা.) সুন্নাত। আমাদের মালিক নিজেও ধর্মপরায়ণ মানুষ। তিনি বারবার নামাজের কথা না বলে এমন একটা পরিবেশ তৈরির চেষ্টা করেছেন, যেখানে স্টাফদের জন্য নামাজে যাওয়া সহজ হয়। মাথায় টুপি থাকলে অন্তত নামাজে দাঁড়ানোতে আর দেরি হয় না।”

আমাদের খাবার পরিবেশন করছিলেন যে ওয়েটার, তাকেও জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, “আমাদের টুপি পরায় দুইটা সুবিধা হয়। এক, এটা তো ধর্মীয় দিক থেকে ভালোই। দুই, রান্না বা পরিবেশনের সময় খাবারে চুল পড়ার ঝামেলাও থাকে না।”

একটা সাধারণ হোটেলের এই অসাধারণ ভাবনা সত্যিই মনে রেখাপাত করল, ভাবাল মালিকের দৃষ্টিভঙ্গি। আর মন ছুঁয়ে গেল খাবারের স্বাদও। বিশেষ করে তাদের দুধ চায়ের কথা আলাদাভাবে বলতেই হয়—চায়ের কাপের ধরণ থেকে শুরু করে স্বাদের গভীরতা, সবকিছুই ছিল অসাধারণ। পরোটার সঙ্গে দেওয়া ডিমভাজিও ছিল চমৎকার।

স্টাফদের শান্ত, নম্র আচরণের বিষয়টিও উল্লেখ করার মতো। সব মিলিয়ে জায়গাটি বেশ ছিমছাম, নিরিবিলি এবং আপন আবহে ভরা। যদি কখনো উত্তরা ৭ নম্বর সেক্টরের আশেপাশে যান, ‘মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ একবার ঢুঁ মেরে আসতেই পারেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT