কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যার ৪০ দিন: মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বাংলা সাহিত্যের অগ্রদূত মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে তাসমিয়া-পিয়াস শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’ শেকৃবিতে ৫৩% শিক্ষকের পিএইচডি নেই, তবুও পদোন্নতি ১৪৪ জনের

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যার ৪০ দিন: মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আকরাম চৌধুরী (কুবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে লোক প্রশাসন বিভাগ ও তার বন্ধুরা।
শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড়ে জামিয়া মোহাম্মদিয়া তা’লিমুল কুরআন মাদ্রাসায় (পাকিস্তানি মসজিদ) এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এনিয়ে লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহান বলেন, ‘গত ৭ সেপ্টেম্বরে আমাদের ব্যাচমেট সুমাইয়া ও তার মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের মৃত্যুর আজ ৪০তম দিন। তাদের আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে, আমাদের ব্যাচ থেকে এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের সহযোগিতায় আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে এবং এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’
লোকপ্রশাসন অ্যাসোসিয়েশনের এজিএস সোহান তালুকদার বলেন, ‘এই বিভাগটা হচ্ছে আমাদের পরিবার। সুমাইয়ার এই অকাল মৃত্যুতে মনে হচ্ছে আমাদের পরিবারের একজন সদস্য হারিয়ে ফেলেছি। আমরা যতবারই ওর কথা স্মরণ করি ততবারই মন খারাপ হয়ে যায়। আজকের এই দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে আমরা আবারও তাকে স্মরণ করছি।’
লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘আমাদের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া ও তার মা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এতে আমাদের ডিপার্টমেন্টের সবাই এখনো মর্মাহত। আজকে আমাদের শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতায় আমাদের শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের স্মরণে দোয়া ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।’
উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT