প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে ইউক্রেনকে ঋণ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
আসিফ আদনানদের নামে জিহাদি সংশ্লিষ্টতার অভিযোগে মামলা: আবারও জঙ্গী নাটক? ভাড়ার তর্কে ইবি ছাত্রীকে মারধরের অভিযোগ, জনি পরিবহনের বাস আটক টিটিপি সংশ্লিষ্টতার ধুয়ো তুলে ইসলামপন্থী যুবকদের মামলা-গ্রেফতার হয়রানি: জঙ্গী নাটকের নতুন অধ্যায় ইউটিউবের বড় নীতিমালা পরিবর্তন – মৌলিকতা ছাড়া আর আয় নয় প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার বিদেশে পড়াশোনার নামে শত কোটি টাকা আত্মসাৎ, ক্যামব্রিয়ান চেয়ারম্যান বাশার ১০ দিনের রিমান্ডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকীতে চার উপদেষ্টাসহ দিনব্যাপী কর্মসূচি সাগরে দূষণ রুখতে রোবটিক মাছ ‘গিলবার্ট’, বাংলাদেশেও ব্যবহারের সম্ভাবনা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ভেঙে পড়লো সিলিং, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শত বছরের নৌকাবাইচে ১১ বছরের ডিকা’র নাচে বাজিমাত, পর্যটন দূত সম্মান পেল

প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে ইউক্রেনকে ঋণ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে
যুক্তরাজ্যের চ্যান্সেলর র‍্যাচেল রিভস এবং ইউক্রেনের অর্থমন্ত্রী সার্হি মারচেঙ্কো একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ইউক্রেনকে ২.২৬ বিলিয়ন পাউন্ড (২.৮৪ বিলিয়ন ডলার) ঋণ প্রদান করা হবে, যুক্তরাজ্যের ট্রেজারির এক বিবৃতিতে জানানো হয়েছে।, ছবি: টিআরটি ওয়ার্ল্ড
যুক্তরাজ্যের চ্যান্সেলর র‍্যাচেল রিভস এবং ইউক্রেনের অর্থমন্ত্রী সার্হি মারচেঙ্কো একটি চুক্তি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ইউক্রেনকে ২.২৬ বিলিয়ন পাউন্ড (২.৮৪ বিলিয়ন ডলার) ঋণ প্রদান করা হবে, যুক্তরাজ্যের ট্রেজারির এক বিবৃতিতে জানানো হয়েছে।, ছবি: টিআরটি ওয়ার্ল্ড

“এই তহবিল ইউক্রেনে অস্ত্র উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। প্রকৃত ন্যায়বিচার এটাই – যে যুদ্ধ শুরু করেছে, তাকে এর মূল্য দিতে হবে,” বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন ও যুক্তরাজ্য একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে, যা “ইউক্রেনে অস্ত্র উৎপাদনের জন্য ব্যবহৃত হবে,” প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন।

শনিবার এক্স (পূর্ববর্তী টুইটার)-এ এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার “অর্থবহ ও আন্তরিক বৈঠক” করেছেন। সেখানে তারা ইউক্রেন ও ইউরোপের সামনে থাকা চ্যালেঞ্জ, যৌথ সমন্বয়, রাশিয়ার বিপরীতে ইউক্রেনের অবস্থান শক্তিশালী করার পদক্ষেপ এবং ন্যায়সঙ্গত শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তার মাধ্যমে যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেন।

তিনি উল্লেখ করেন যে স্টার্মার “সিদ্ধান্তমূলক সমর্থনের ঘোষণা” দিয়েছেন এবং এই ঋণ চুক্তি “ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে এবং রাশিয়ার জব্দকৃত সম্পদের আয়ের মাধ্যমে পরিশোধ করা হবে।”

জেলেনস্কি আরও বলেন, “এই তহবিল ইউক্রেনে অস্ত্র উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। প্রকৃত ন্যায়বিচার এটাই – যে যুদ্ধ শুরু করেছে, তাকে এর মূল্য দিতে হবে।”

যুদ্ধের শুরু থেকে যুক্তরাজ্য সরকার ও জনগণের “অসাধারণ সমর্থনের” জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, “এমন কৌশলগত অংশীদার পেয়ে আমি সন্তুষ্ট এবং আমরা সবাই মিলে কীভাবে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, সে বিষয়ে একই দৃষ্টিভঙ্গি ভাগ করে নিচ্ছি।”

রবিবার জেলেনস্কি ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

যুক্তরাজ্যে তার এ সফরের আগে শুক্রবার মার্কিন হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়।

এ সময় ট্রাম্প ইউক্রেনীয় নেতার মনোভাবের সমালোচনা করেন, আর জেলেনস্কি তার দেশের জন্য সমর্থনের প্রত্যাশা প্রকাশ করেন।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT