সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিছনাকান্দি মরকি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া ও একই এলাকার আক্তার হোসেন। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা।
স্থানীয়রা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, বুধবার বিকেলে কয়েকজন বাংলাদেশি ১২৬৪ নম্বর মেইন পিলার সংলগ্ন বিছনাকান্দি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় খাসিয়াদের সঙ্গে তাঁদের টাকাপয়সা সংক্রান্ত বিরোধ হয়। একপর্যায়ে খাসিয়ারা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে দুইজন আহত হন। পরে তাঁরা বাংলাদেশ সীমান্তে ফিরে আসেন।
বিজিবির বক্তব্য
৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, আহত ব্যক্তিদের পায়ে ছররা গুলি লেগেছে। তাঁরা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং শঙ্কামুক্ত রয়েছেন। বিজিবি এ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
এদিকে, সীমান্ত এলাকায় ঘটনার পর স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিজিবি সিলেট ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল চালানো হচ্ছে। তবে, স্থানীয়দের মধ্যে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ রয়েছে, বিশেষত এ ধরনের অনুপ্রবেশের ঘটনা বাড়ছে।
বিজিবি এবং স্থানীয় পুলিশ প্রশাসন একযোগে ঘটনার তদন্ত করছে এবং ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে। নিরাপত্তা বাহিনী আশ্বাস দিয়েছে যে ভবিষ্যতে সীমান্ত এলাকায় এই ধরনের অশান্তি প্রতিরোধে তারা আরও কার্যকর পদক্ষেপ নেবে। আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।