
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামস্ রহমান বিশ্বের সেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার প্রকাশিত সর্বশেষ তালিকায় তিনি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের একজন হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
গবেষণার প্রভাব ও আন্তর্জাতিক স্বীকৃতির বিচারে তৈরি এ তালিকা প্রতি বছর প্রকাশিত হয়। গত ২০ সেপ্টেম্বর ঘোষিত সর্বশেষ সংস্করণে বাংলাদেশ থেকে শতাধিক গবেষক অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে প্রফেসর ড. শামস্ রহমান বিশেষভাবে উল্লেখযোগ্য।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ও এলসেভিয়ার যৌথভাবে বিভিন্ন সূচক ব্যবহার করে এই তালিকা তৈরি করে। এর মধ্যে রয়েছে গবেষণার উদ্ধৃতি সংখ্যা, h-index, co-authorship-adjusted index এবং গবেষণার বৈশ্বিক প্রভাব। তালিকায় স্থান পাওয়া মানে হলো গবেষক আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
প্রফেসর ড. শামস্ রহমান দীর্ঘদিন ধরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও ম্যানেজমেন্ট সায়েন্স বিষয়ে গবেষণা করে আসছেন। তার বহু গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে তিনি শুধু ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়েরই নয়, বরং বাংলাদেশের গবেষণা জগতেরও সুনাম বয়ে এনেছেন।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রফেসর ড. শামস্ রহমানের এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের। এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের মানকে তুলে ধরে এবং বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে।”
এদিকে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রফেসর ড. রহমানকে অভিনন্দন জানিয়ে লিখেছেন—এটি শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং দেশের জন্য এক ইতিবাচক বার্তা।
গবেষণার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। এটি দেখায়, বাংলাদেশের গবেষকরা বৈশ্বিক মানদণ্ডে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছেন।