
সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতির পরবর্তী সার্বিক নিরাপত্তা বিবেচনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) আগামী ২৪ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বর পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২৪ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল খালি করতে হবে।