নোটিশ:
শিরোনামঃ
বিজিবির পা ধরে ক্ষমা চাইলো বিএসএফ: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভোটাধিকার প্রয়োগের সুযোগ ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে রেল টার্ন টেবিল উদ্ভাবন করে আন্তর্জাতিক সম্মান পেলেন প্রকৌশলী তাসরুজ্জামান বাবু ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য

ডিপিএলে দলবদল স্থগিত সাকিবের 

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে
সাকিব আল হাসান দলবদল,সাকিব আল হাসান, ঢাকা প্রিমিয়ার লিগ, ডিপিএল, দলবদল, লিজেন্ডস অব রূপগঞ্জ, সিসিডিএম, ক্রিকেটার দলবদল, রূপগঞ্জ ক্লাব, জাতীয় দল, ক্রিকেটপ্রেমী, ডিপিএল ২০২৫, বাংলাদেশ ক্রিকেট, সাকিবের সিদ্ধান্ত, ক্রিকেট গুঞ্জন, মিউচুয়াল ট্রান্সফার, সাকিব ভক্ত, ক্রিকেটার চুক্তি, ক্লাব ক্রিকেট

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। গতকাল শনিবার এবং আজ দুই দিনব্যাপী চলছে ক্রিকেটারদের দলবদল। শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান।

তবে একদিনের মধ্যে দলবদল না করাতে নিজেই অনুরোধ জানিয়েছেন সাকিব। রোববার (২৩ ফেব্রুয়ারি) সিসিডিএমকে এ নিয়ে চিঠিও দিয়েছে রূপগঞ্জ ক্লাব কতৃপক্ষ।

রূপগঞ্জের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করবো।’

সাকিবের দলবদল স্থগিতের বিষয়ে সিসিডিএম এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। তবে ক্রিকেট অঙ্গনে এ নিয়ে নানা গুঞ্জন চলছে। কেউ কেউ বলছেন, সাকিব হয়তো পুরোনো দলের সাথেই থাকতে চান, আবার কেউ মনে করছেন ব্যক্তিগত কারণেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

এদিকে, লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাব কর্তৃপক্ষও সাকিবের প্রতি শ্রদ্ধা রেখেই তার সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে। তারা জানিয়েছেন, সাকিব দেশে ফেরার পরই চূড়ান্ত আলোচনা হবে। অন্যদিকে, সাকিব ভক্তরা অপেক্ষায় রয়েছেন, শেষ পর্যন্ত তিনি কোন দলের হয়ে মাঠে নামবেন।

সাকিব বর্তমানে জাতীয় দলের খেলার বাইরে থাকলেও, ডিপিএলে তার খেলা নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখনো তুঙ্গে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT