জাতীয় বিজ্ঞানমেলায় চমক দেখাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী ভারত ছাড়তে তড়িঘড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পশ্চিমবঙ্গে বেওয়ারিশ কুকুরের প্রহরায় বেঁচে গেল পরিত্যক্ত নবজাতক

জাতীয় বিজ্ঞানমেলায় চমক দেখাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব

রাফাসান আলম (রাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কেন্দ্রীয় আয়োজনে বিভিন্ন এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে চমক দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। এসময় মোট ১০টি ব্যতিক্রমধর্মী, মজার ও শিক্ষণীয় বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন তারা।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বিজ্ঞানমেলার দ্বিতীয় দিনে ক্লাবের পক্ষ থেকে সায়েন্স শো প্রদর্শন করেন ক্লাবের বর্তমান সহ-সভাপতি তোফায়েল আহমেদ তোফা এবং সাধারণ সম্পাদক মো. রবিউস-সানি স্বপনের নেতৃত্বে ছয় সদস্যের একটি সায়েন্স শো প্রতিনিধি দল। সায়েন্স শোতে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুলাইমান, মাহমুদুল হক ভূঁইয়ান, আবদুল্লাহ আল মামুন অন্তু এবং মো. সোহান তানভীর।
আয়োজনে রাবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে ১০টি ব্যতিক্রমধর্মী এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে উল্লেখযোগ্য ছিল ‘ইনস্ট্যান্ট আইস’, ‘ভ্যানিশিং গ্লাস’, ‘লেজি বল এক্সপেরিমেন্ট’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’। এই এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন জেলা থেকে আগত প্রায় সাত শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে সরাসরি উপস্থাপন করা হয়।
সায়েন্স শোতে অংশ নেওয়া ক্লাব সদস্যরা জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা রাবি সায়েন্স ক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং সম্মানের। এটি তাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা, আর আগামীতেও তারা বিজ্ঞানচর্চা ছড়িয়ে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন।
শো শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর অরুণ কুমার বসাক বলেন, ‘রাবি সায়েন্স ক্লাবের বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীগুলো দর্শনার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এমন উপস্থাপনা আগামী প্রজন্মের বিজ্ঞানচর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে।’
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি দীপ অধিকারী, সাবেক সভাপতি মো. ইশতেহার আলী, সাবেক সভাপতি মাসুদ এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাহি জান্নাতিসহ আরো অনেকে। উল্লেখ্য, সায়েন্স শো প্রদর্শন ১৮ জুন শুরু হয়ে চলেছে ২০ জুন পর্যন্ত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT